নৌকার মাঝি হতে তারকাদের কেন এত আগ্রহ!
ফাইল ছবি: ঢাকা প্রকাশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমাসীন আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমাদান শেষ হয়েছে । চারদিনব্যাপী চলে মনোনয়নপত্র বিক্রি ও জমাদান। গত শনিবার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলে এই কার্যক্রম । দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি ফরম নিয়েছেন বিপুল পরিমাণ তারকাও। এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন।
তারকাদের মধ্যে নৌকার মনোনয়ন সংগ্রহ তারা হলেন- বর্তমান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ও অলরাউন্ডার সাকিব আল হাসান (মাগুরা ১ ও ২ এবং ঢাকা-১০), সাবেক বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২) , অভিনেত্রী মাহিয়া মাহি (চাপাইনবাবগঞ্জ-২), নায়ক রুবেল (বরিশাল-৩), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক (ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১), অভিনেত্রী শামসুন্নাহার শিমলা (ঝিনাইদহ-১), সংগীতশিল্পী এস ডি রুবেল (ঢাকা-৮), সংগীতশিল্পী মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-৩ আসন)। এছাড়াও তারকাদের মাঝে আরও অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছেন।
এবার শতকরা হিসেবে প্রতি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থী ১১ জনের বেশি। গত বারের তুলনায় এবার ৬৬১টি ফরম কম বিক্রি হয়েছে, যা শতকরা হিসেবে ১৭ শতাংশ। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন, যা শতকরা হিসেবে ছিলো আসন প্রতি ১৩ জন।
তবে ফরম বিক্রি কমলেও এর দাম বাড়ানোয় এ খাত থেকে দলটির আয় বেড়েছে। দলীয় ফান্ডে ফরম বিক্রি বাবদ জমা পড়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। গতবারের চেয়ে এবার ২০ হাজার টাকা বাড়িয়ে মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। সে হিসাবে দলটি তখন ফর বিক্রি করে ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা আয় করে।