শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

ফের অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির। ফাইল ছবি

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রিজভী বলেন, সরকারি দল ও আওয়ামী লীগের হামলায় গত ২৪ ঘণ্টায় বিএনপির ৮০ জন নেতাকর্মী আহত হয়েছে।

Header Ad
Header Ad

মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীনের পাল্টা জবাব

ছবি : ঢাকাপ্রকাশ

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্কযুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফায় দফায় শুল্ক বৃদ্ধির জবাবে এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে চীন।

গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে, যা পূর্বের ২০ শতাংশের সঙ্গে যুক্ত হয়ে দাঁড়ায় ৫৪ শতাংশে। এর জবাবে চীনও ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্যে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে।

শুল্কযুদ্ধের এই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত কার্যকর করা হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা পরে আরও বাড়ানো হয়। এই পরিস্থিতিকে চীন একতরফা ‘গুন্ডামি’ হিসেবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে এক বৈঠকে বলেন, “মার্কিন শুল্ক নিয়ে চীন ভীত নয়। চীন ও ইউরোপের উচিত একসঙ্গে আন্তর্জাতিক দায়িত্ব পালন করা এবং আমেরিকার এই একতরফা পদক্ষেপ প্রতিহত করা।” বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রীও মত দেন যে, বাণিজ্য নিয়ে উত্তেজনার কারণে ইউরোপ-চীন সহযোগিতা ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। উল্লেখ্য, স্পেন প্রতি বছর চীন থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। চীন এ ধরনের লড়াই চায় না, তবে এতে আমরা ভীতও নই।”

বিশ্লেষকরা বলছেন, এই শুল্কযুদ্ধের ফলে বিশ্ববাণিজ্যে অস্থিরতা বাড়তে পারে, যার প্রভাব পড়বে বিভিন্ন দেশের অর্থনীতিতেও।

Header Ad
Header Ad

নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছ পুলিশ।

স্থানীয়রা জানায়, গত চারদিন ধরে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পাওয়া যায়।

নিহতের খালা বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে। তার একটি সন্তান রয়েছে। বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়েরা নিহত। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারের প্রায় সমস্যা হতো। আমরা জানি না কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

Header Ad
Header Ad

ফুটবল মাঠ পেরিয়ে হলিউডে ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে একের পর এক রেকর্ড গড়া পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার পা রাখলেন হলিউডের অ্যাকশন মুভির দুনিয়ায়। ৪০ পেরিয়েও মাঠে দাপট ধরে রাখা এই ফুটবল সুপারস্টার এবার অভিনয় এবং প্রযোজনার মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন।

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলার পাশাপাশি এবার তিনি যুক্ত হয়েছেন চলচ্চিত্র প্রযোজনায়, যা তার ক্যারিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সম্প্রতি ‘ইউর ক্রিশ্চিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালুর পর রোনালদো আরও বড় পদক্ষেপ নিয়েছেন বিখ্যাত পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে। ভন এর আগে ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’, ‘এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস’ এবং ‘কিংসম্যান’ সিরিজের মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করে সুনাম কুড়িয়েছেন। এবার রোনালদোর সঙ্গে মিলে ‘ইউর-মার্ভ’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও গঠন করেছেন তারা।

রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।” অন্যদিকে, ম্যাথিউ ভন বলেন, “ক্রিশ্চিয়ানো এমন গল্প তৈরি করেছেন মাঠে যা আমি কখনও লিখতে পারতাম না। এখন আমরা একসঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা বানাবো।”

 

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

এই নতুন স্টুডিওর লক্ষ্য থাকবে খেলাধুলা এবং গল্প বলার মধ্য দিয়ে একটি অভিনব অভিজ্ঞতা তৈরি করা, যেখানে প্রযুক্তি ও ঐতিহ্যের সংমিশ্রণ ঘটবে। প্রাথমিকভাবে তারা দুটি অ্যাকশন মুভির প্রযোজনা ও অর্থায়ন ইতোমধ্যেই সম্পন্ন করেছেন, এবং তৃতীয় সিনেমার প্রস্তুতিও শুরু হতে চলেছে বলে জানা গেছে। যদিও এখনও সিনেমাগুলোর মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিগগিরই তা জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

 

ফুটবলের মাঠে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রমাণের পর এবার রোনালদোর হলিউড অভিযাত্রাও যে তেমনি আলোড়ন তুলবে, সেটি বলাই বাহুল্য। তার ভক্তরা ইতোমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন রোনালদোকে পর্দায় দেখার জন্য।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীনের পাল্টা জবাব
নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ফুটবল মাঠ পেরিয়ে হলিউডে ক্রিশ্চিয়ানো রোনালদো
পুলিশের চাকরি পেতে সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন: সারজিস
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, গণশুনানির প্রস্তুতি শুরু
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
মঙ্গল শোভাযাত্রার নতুন নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ‘চোর’ বললেন সিদ্দিকী নাজমুল
গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আবারও অস্থিরতার আশঙ্কা
ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে ‘রাইড ফর প্যালেস্টাইন’ র‌্যালি
মিঠাপুকুরে দিনদুপুরে অটো ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে ধরা ৩ জন
দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে দেশের চার অঞ্চলে
কারাগারে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিন বহিষ্কার
সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত