সরকারের কাছে লবিস্ট নিয়োগের ব্যাখ্যা চাইলেন বিএনপির হারুন
লবিস্ট নিয়োগের সঠিক তথ্য-উপাত্ত উপস্থাপনের ব্যাখা চেয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আন্তর্জাতিক মাপে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে লবিস্ট নিয়োগ করে এ সরকারের গ্রহণযোগ্যতা রক্ষার জন্য চেষ্টা চালাচ্ছে কি- না সেইটির ব্যাখা স্পষ্ট করতে হবে।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে কথা বলেন বিএনপি দলীয় এ সংসদ সদস্য।
হারুনুর রশীদ বলেন,‘উদ্বেগের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনুমান নির্ভর কোনো বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে এ সংসদে উত্থাপন করা উচিত না। চলতি অধিবেশনে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বিষয়টি উত্থাপন করেছিলেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী গত পরশু বলেছেন র্যাব তৈরি করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তার মানে বাংলাদেশের যে র্যাব সদস্য তারা কি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সদস্য? বিষয়টির সুস্পষ্ট ব্যাখা চাই।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের কাছে যে নোটিশ দিয়েছে, তার কী অবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের যে ৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির সর্বশেষ কী অবস্থা? এটিকে কেন্দ্র করেই তো লবিস্ট নিয়োগ? পররাষ্ট্র কেঁচো খুড়তে সাপ বের করে দিয়েছেন। এজন্য আগামী দিনেই পররাষ্ট্রমন্ত্রীর তথ্য সম্বলিত বিবৃতি চাই। যদি বিবৃতিদান থেকে বিরত থাকেন আমরা ধরে নেব যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এ ধরনের বিবৃতি দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’
‘সরকার সত্যিকার অর্থে লবিস্ট নিয়োগ করেছে কি না? বা আওয়ামী লীগ কত সাল থেকে লবিস্ট নিয়োগ করেছে এবং বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেছে কি না? আমরাও করেছি কি না?’ এ বিষয়গুলো সুস্পষ্ট তথ্য-উপাত্ত দিয়ে সংসদে উত্থাপন করার দাবি করেন হারুন।
এসএম/এসএন