মুচলেকা দিয়ে নিবন্ধন চায় না বাংলাদেশ জাতীয় দল
মুচলেকা দিয়ে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চায় না দাবি করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
বৃহস্পতিবার (১১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
সৈয়দ এহসানুল হুদা বলেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলেও বাংলাদেশ জাতীয় দলকে নিবন্ধন দেয়নি বিতর্কিত পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন। তাই আমরা আইনি প্রক্রিয়ায় যাব। আমরা আশাবাদী আইনের আশ্রয় নিয়ে প্রমাণ করব, বাংলাদেশ জাতীয় দল নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নিবন্ধন পাওয়ার শতভাগ যোগ্য। সেই সঙ্গে অপেক্ষা করব যে দিন সৎ নির্বাচন কমিশন আমাদের ভাগ্য জুটবে।
এক প্রশ্নের জবাবে সৈয়দ এহসানুল হুদা বলেন, এই নির্বাচন কমিশন আমরা মানি না তারপরও নিবন্ধন পেতে আবেদন করেছি শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের অধিকার জানান দিতে।
এ সময় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে দলটির চেয়ারম্যান বলেন, কমিশনের কাছে আমাদের দাবি চলমান চল্লিশটি নিবন্ধিত দল কোন প্রক্রিয়ায় নিবন্ধনের যোগ্য হয়েছে তা প্রকাশ করে জনগণকে জানানো হোক। এবং ১২ দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে তাদের নিবন্ধন পাওয়ার যুক্তি কারণ ও যোগ্যতার বিষয়টি ব্যাখ্যা করে তুলে ধরা হোক। তথ্য অধিকার আইন অনুযায়ী আমাদের এবং জনগণের এ সব বিষয়ে জানার অধিকার আছে।
কী কারণে নিবন্ধন পাননি বলে মনে করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা যুগপৎ আন্দোলনে আছি। নির্বাচন কমিশন যদি নিবন্ধন দেয় তারপরও আমরা এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব না।
এমএইচ/আরএ/