মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

আমরা পার্শ্ববর্তী দেশ দ্বারা ডিপরাইভ হচ্ছি: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনারা দেখেছেন যে, মানুষের হস্তক্ষেপের কারণে আমাদের বাংলাদেশের নদীগুলো কি পরিমান গতি হারিয়েছে এব্ং কি পরিমান চরিত্রগতভাবে পরিবর্তন হয়েছে। একটা উদাহরণ; প্রবন্ধে উল্লেখ করা হয়েছে সেটা ফারাক্কা চুক্তি। এই চুক্তি আওয়ামী লীগ সরকার যখন দ্বিতীয় যে চুক্তি করেছিলো সেটাতে গ্যারান্টি ক্লজ নাই। ফারাক্কা পয়েন্টে একটা গ্যারেন্টি ক্লজ থাকতে হবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন চুক্তি করেছিলেন এই ফারাক্কার গ্যারান্টি ক্লজ ছিল।

শুক্রবার (৫ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে বিএনপির উদ্যোগে আয়জিত ‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। এতে মূল প্রবন্ধ পাঠ করেন হাসনা জসিমউদ্দিন মওদুদ।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলের চুক্তিতে আমাদেরকে ফাঁকি দিয়ে ফারাক্কা পয়েন্টে গ্যারান্টি রাখেনি। এখানে যা পানি ভাগাভাগি হবে সেটার একটা এবং সেখানে আমাদেরকে ফাঁকি দেয়া হলো… বলা হলো যে, ৩৩ হাজার কিউসেক পানি থাকবে। এখন কিন্তু অনেক সময়ে সেখানে ১২ হাজার কিউসেক পানিও থাকে না। কেননা ফারাক্কা পয়েন্টে গ্যারান্টি নাই। তারা (ভারত) উপরি অঞ্চলে বেশির ভাগ পানি ব্যবহার করে ফেলছে ফারাক্কার সেই পয়েন্টে পানি আর আসছে না। অতএব বাংলাদেশ পানির ন্যায্য ভাগ পাচ্ছে না। তার প্রতিক্রিয়া কি আপনারা বাংলাদেশের পরিবেশ-জলবায়ু পরিবর্তনে দেখতে পাচ্ছেন।

মোশাররফ হোসেন বলেন, তিস্তাসহ ৫৪ নদীর উপরিভাবে পানি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে তারা। ফলে আমাদের নদীতে পানি কম আসছে, আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। নদীর পানির মাধ্যমে যে পলি আমাদের দে্শে আসতো সেই পলি কমে যাওয়ায় পর্যায়ক্রমে কৃষি ও কৃষকের ক্ষতি হচ্ছে। বাংলাদেশ নদী মাতৃক দেশ, কৃষি নির্ভর দেশ। এখানে আমরা অপরিকল্পিতভাবে বিভিন্ন শিল্প কলকারখান, আমাদের পরিবহন, ব্রিজ ইত্যাদি নির্মাণ করছি শুধু লোক দেখানোর জন্য অথবা কোনো দেশের ইঙ্গিতে ভয়ে তাদেরকে খুশি করার জন্য করছি। এতে আমরা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা কিন্তু আমাদের সকলকে আরও বেশি গভীরভাবে অনুভবন করতে হবে। আমরা যদি জাতীয়তাবাদী চেতনার স্বার্থে কথা বলি তাহলে আমরা যে পার্শ্ববর্তী দেশ দ্বারা ডিপরাইভ হচ্ছি এটা জনগনকে অনুধাবন করতে হবে।

নদী দখল রোধ করতে দীর্ঘ-মধ্যম এবং বর্তমান অবস্থায় করনীয় পরিকল্পনা নিয়ে এগুতে হবে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

সাবেক পানি সম্পাদক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের নদ-নদীর পানির নায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছি। এই থেকে উত্তরণে বাংলাদেশের জনগনকে সোচ্চার হতে হবে। সরকারকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, সরকারের মেরুদণ্ড সোজা থাকতে হবে। বলতে হবে আমার দেশের নদ-নদীর পানির ন্যায্য হিৎসা আমরা চাই।

তিনি বলেন, যৌথ নদী কমিশনের মিটিং বছরে চার বার হতে হবে, সেখানে আমাদের ন্যায্য হিৎসার গ্যারেন্টি করে দিতে হবে… প্রত্যেকটা চুক্তির গ্যারেন্টি ক্লজ থাকতে হবে, আরবিটেশন ক্লজ থাকতে হবে। ইউএন কনভেনশন অব ১৯৯৭ ক্লজ আমাদেরকে রেটিফাইড করতে হবে। ভারত এটার চরম বিরোধী। আমরা এই পথ অবলম্বন করে আমাদেরকে নদীর পানির ন্যায্য হিৎসা নিশ্চিত করার সুযোগ আমাদেরকে নিতে হবে।

নদ-নদীর পানি ন্যায্য বন্টনে ভারত সরকারের একতরফা ভুমিকার কঠোর সমালোচনা করেন সাবেক এই পানি মন্ত্রী।

চেঞ্জ ইনিশিয়েটিভ ইন্টারন্যাশনাল ফাইনেন্সের নির্বাহী প্রধান জলবায়ু বিশেষজ্ঞ নির্বাহী জলবায়ু বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে নদীর বিষয়ে শক্তিশালী অবস্থান নেয়া উচিত… সে যত বড় শক্তিশালী হোক, যত ক্ষমতাশালী হোক আপনারা নদী দখলের ব্যাপারে নদী দূষণের ব্যাপারে আপনাদের অবস্থান পরিস্কার করা উচিত। কারণ নদী দখলকারী, নদী দূষণকারী মানবতার শত্রু, প্রকৃতির শত্রু। আজকে বাংলাদেশ বাঁচবে যদি নদী বাঁচে। যারা নদীকে মেরে ফেলছে তারা বাংলাদেশের মানুষ মেরে ফেলতে অবদান রাখছে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও কাজী রওনাকুল ইসলাম টিপুর যৌথ সঞ্চালনায় সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সেভ দ্য সুন্দর ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন।

এমএইচ/এএস

Header Ad
Header Ad

রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের সকল তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত থাকবে।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে ব্যাংকে অফিস ও লেনদেনের সময়সূচি রমজান- পূর্বাবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

এর আগে, পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

Header Ad
Header Ad

হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ১৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ হস্তান্তরের আগেই ভেতরে ও বাইরে ফাটল দেখা দিয়েছে। আধুনিক এই মসজিদটির দেওয়ালসহ গুরুত্বপূর্ণ স্থানে ফাটল ধরায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অব্যবস্থাপনা ও তদারকির অভাবেই এমন দুরবস্থা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, দিন যত গড়াচ্ছে, ফাটলের সংখ্যা ততই বাড়ছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জুভেন্টার্স ইন্টারন্যাশনাল বিষয়টি গোপন রাখতে এসও-কে ম্যানেজ করে ফাটল ঢাকতে আস্তর, পুডিং ও রংয়ের প্রলেপ দিচ্ছে।

সরকারের ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে রামগঞ্জে এই তিনতলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ শুরু হয়। লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর সঠিক তদারকি না থাকায় কাজ শেষ হতে বিলম্ব হয়েছে।

জেলা গণপূর্ত বিভাগ জানিয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠানটিকে তিনটি বিলের মাধ্যমে ১১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা মসজিদ হস্তান্তরের পর দেওয়া হবে।

নির্মাণ তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন জানান, ফাটল আস্তরের, দেওয়ালের নয়। সিমেন্ট, বালি ও পানির পরিমাণে অনিয়মের কারণে এমনটি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ইসতিয়াক আহম্মেদ জানান, ফাটল শুধুমাত্র আস্তরে। যতটুকু সম্ভব আস্তর, পুডিং ও রং দিয়ে তা ঠিক করে দেওয়া হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রবিন শীষ বলেন, "এখনও আমাদের কাছে মসজিদ হস্তান্তর করা হয়নি। ত্রুটিপূর্ণ মসজিদ আমরা বুঝে নেব না।"

স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Header Ad
Header Ad

৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

৫০৪ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা ও এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ।

বয়সসীমা : আগামী ২৫ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।

আবেদন শুরুর তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০টা।

১. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট), ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী, ৫টি। যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৩. পদের নাম ও সংখ্যা: টেকনিশিয়ান, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী হতে হবে।

৪. পদের নাম ও সংখ্যা: কম্পাউন্ডার/ফার্মাসিস্ট, ১টি।

যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া স্বীকৃত হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে।

৫. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান, ২টি। যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে।

৬. পদের নাম ও সংখ্যা: পোস্টাল অপারেটর, ১০৪টি। যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৭. পদের নাম ও সংখ্যা: মেইল অপারেটর, ৫৩টি। যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৮. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার (হালকা), ৪টি। যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

৯. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট), ৩টি। যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

১০. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৩টি। যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

১১. পদের নাম ও সংখ্যা: কার্পেন্টার, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১২. পদের নাম ও সংখ্যা: মিডওয়াইফ, ১টি। যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারিতে এক বছরের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে।

১৩. পদের নাম ও সংখ্যা: পোস্টম্যান, ১২টি। যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৪. পদের নাম ও সংখ্যা: মেইল গার্ড, ৫টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৫. পদের নাম ও সংখ্যা: স্ট্যাম্প ভেন্ডার, ২টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৬. পদের নাম ও সংখ্যা: আর্মড গার্ড, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৭. পদের নাম ও সংখ্যা: প্যাকার, ২৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৮. পদের নাম ও সংখ্যা: মেইল ক্যারিয়ার, ১২৬টি। যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

১৯. পদের নাম ও সংখ্যা: প্যাকার কাম মেইল ক্যারিয়ার, ৩০টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২০. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (এমএলএসএস), ১৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২১. পদের নাম ও সংখ্যা: বাবুর্চি/অ্যাটেনডেন্ট, ১টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে।

২২. পদের নাম ও সংখ্যা: গার্ডেনার, ১টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে।

২৩. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার), ১০টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে।

২৪. পদের নাম ও সংখ্যা: রানার, ৮৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২৫. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী, ৭টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ১২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ১৩ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
ফুটবল থেকে রাজনীতির মাঠে ওজিল, যোগ দিলেন তুরস্কের ক্ষমতাসীন দলে
ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমছে, সাশ্রয় ৬০ কোটি টাকা
তৎকালীন বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর কোন কথা হবে না: সেনাপ্রধান
পিলখানায় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা
অপরাধ দমন অভিযানে কোনো বাহিনীর সদস্য গাফিলতি করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রংপুরে হিজবুত তাওহীদ-এলাকাবাসীর সংঘর্ষ, ৪ কর্মীর বাড়িতে আগুন
পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মশাল মিছিল
শেখ হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলে: মির্জা ফখরুল