বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আমরা পার্শ্ববর্তী দেশ দ্বারা ডিপরাইভ হচ্ছি: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনারা দেখেছেন যে, মানুষের হস্তক্ষেপের কারণে আমাদের বাংলাদেশের নদীগুলো কি পরিমান গতি হারিয়েছে এব্ং কি পরিমান চরিত্রগতভাবে পরিবর্তন হয়েছে। একটা উদাহরণ; প্রবন্ধে উল্লেখ করা হয়েছে সেটা ফারাক্কা চুক্তি। এই চুক্তি আওয়ামী লীগ সরকার যখন দ্বিতীয় যে চুক্তি করেছিলো সেটাতে গ্যারান্টি ক্লজ নাই। ফারাক্কা পয়েন্টে একটা গ্যারেন্টি ক্লজ থাকতে হবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন চুক্তি করেছিলেন এই ফারাক্কার গ্যারান্টি ক্লজ ছিল।

শুক্রবার (৫ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে বিএনপির উদ্যোগে আয়জিত ‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। এতে মূল প্রবন্ধ পাঠ করেন হাসনা জসিমউদ্দিন মওদুদ।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলের চুক্তিতে আমাদেরকে ফাঁকি দিয়ে ফারাক্কা পয়েন্টে গ্যারান্টি রাখেনি। এখানে যা পানি ভাগাভাগি হবে সেটার একটা এবং সেখানে আমাদেরকে ফাঁকি দেয়া হলো… বলা হলো যে, ৩৩ হাজার কিউসেক পানি থাকবে। এখন কিন্তু অনেক সময়ে সেখানে ১২ হাজার কিউসেক পানিও থাকে না। কেননা ফারাক্কা পয়েন্টে গ্যারান্টি নাই। তারা (ভারত) উপরি অঞ্চলে বেশির ভাগ পানি ব্যবহার করে ফেলছে ফারাক্কার সেই পয়েন্টে পানি আর আসছে না। অতএব বাংলাদেশ পানির ন্যায্য ভাগ পাচ্ছে না। তার প্রতিক্রিয়া কি আপনারা বাংলাদেশের পরিবেশ-জলবায়ু পরিবর্তনে দেখতে পাচ্ছেন।

মোশাররফ হোসেন বলেন, তিস্তাসহ ৫৪ নদীর উপরিভাবে পানি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে তারা। ফলে আমাদের নদীতে পানি কম আসছে, আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। নদীর পানির মাধ্যমে যে পলি আমাদের দে্শে আসতো সেই পলি কমে যাওয়ায় পর্যায়ক্রমে কৃষি ও কৃষকের ক্ষতি হচ্ছে। বাংলাদেশ নদী মাতৃক দেশ, কৃষি নির্ভর দেশ। এখানে আমরা অপরিকল্পিতভাবে বিভিন্ন শিল্প কলকারখান, আমাদের পরিবহন, ব্রিজ ইত্যাদি নির্মাণ করছি শুধু লোক দেখানোর জন্য অথবা কোনো দেশের ইঙ্গিতে ভয়ে তাদেরকে খুশি করার জন্য করছি। এতে আমরা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা কিন্তু আমাদের সকলকে আরও বেশি গভীরভাবে অনুভবন করতে হবে। আমরা যদি জাতীয়তাবাদী চেতনার স্বার্থে কথা বলি তাহলে আমরা যে পার্শ্ববর্তী দেশ দ্বারা ডিপরাইভ হচ্ছি এটা জনগনকে অনুধাবন করতে হবে।

নদী দখল রোধ করতে দীর্ঘ-মধ্যম এবং বর্তমান অবস্থায় করনীয় পরিকল্পনা নিয়ে এগুতে হবে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

সাবেক পানি সম্পাদক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের নদ-নদীর পানির নায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছি। এই থেকে উত্তরণে বাংলাদেশের জনগনকে সোচ্চার হতে হবে। সরকারকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, সরকারের মেরুদণ্ড সোজা থাকতে হবে। বলতে হবে আমার দেশের নদ-নদীর পানির ন্যায্য হিৎসা আমরা চাই।

তিনি বলেন, যৌথ নদী কমিশনের মিটিং বছরে চার বার হতে হবে, সেখানে আমাদের ন্যায্য হিৎসার গ্যারেন্টি করে দিতে হবে… প্রত্যেকটা চুক্তির গ্যারেন্টি ক্লজ থাকতে হবে, আরবিটেশন ক্লজ থাকতে হবে। ইউএন কনভেনশন অব ১৯৯৭ ক্লজ আমাদেরকে রেটিফাইড করতে হবে। ভারত এটার চরম বিরোধী। আমরা এই পথ অবলম্বন করে আমাদেরকে নদীর পানির ন্যায্য হিৎসা নিশ্চিত করার সুযোগ আমাদেরকে নিতে হবে।

নদ-নদীর পানি ন্যায্য বন্টনে ভারত সরকারের একতরফা ভুমিকার কঠোর সমালোচনা করেন সাবেক এই পানি মন্ত্রী।

চেঞ্জ ইনিশিয়েটিভ ইন্টারন্যাশনাল ফাইনেন্সের নির্বাহী প্রধান জলবায়ু বিশেষজ্ঞ নির্বাহী জলবায়ু বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে নদীর বিষয়ে শক্তিশালী অবস্থান নেয়া উচিত… সে যত বড় শক্তিশালী হোক, যত ক্ষমতাশালী হোক আপনারা নদী দখলের ব্যাপারে নদী দূষণের ব্যাপারে আপনাদের অবস্থান পরিস্কার করা উচিত। কারণ নদী দখলকারী, নদী দূষণকারী মানবতার শত্রু, প্রকৃতির শত্রু। আজকে বাংলাদেশ বাঁচবে যদি নদী বাঁচে। যারা নদীকে মেরে ফেলছে তারা বাংলাদেশের মানুষ মেরে ফেলতে অবদান রাখছে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও কাজী রওনাকুল ইসলাম টিপুর যৌথ সঞ্চালনায় সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সেভ দ্য সুন্দর ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন।

এমএইচ/এএস

Header Ad
Header Ad

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

ইমানুয়েল ম্যাঁক্রো। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বুধবার (৯ এপ্রিল) ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ম্যাঁক্রো বলেন, “আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব।” তিনি আরও জানান, আগামী জুনে নিউইয়র্কে জাতিসংঘের একটি কনফারেন্সে ফ্রান্স এই স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে চায়। কনফারেন্সে সৌদি আরবসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বসে বিষয়টি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে ফ্রান্সের।

তিনি জোর দিয়ে বলেন, “আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না। আমি এটি করব, কারণ আমি মনে করি এক সময় এটি সঠিক হবে। আমি এমন একটি যৌথ গতিশীলতার অংশ হতে চাই, যেখানে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন, তারা এর বিপরীতে ইসরায়েলকেও স্বীকৃতি দেবেন, যদিও এখনো অনেকেই তা করেন না।”

বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্স যদি সত্যিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে এটি দেশটির পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি আলাদা রাষ্ট্র হিসেবে গঠনের পক্ষে অবস্থান জানিয়ে এলেও এতদিন তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

ফ্রান্সের এই সম্ভাব্য সিদ্ধান্তের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা নতুন মোড় নিতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

Header Ad
Header Ad

গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি

ছবি: সংগৃহীত

গাজা ও রাফায় ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয়ভাবে একটি র‌্যালির আয়োজন করেছে দলটি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র‌্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। র‌্যালিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিন পর আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা গতকাল দিনভর প্রস্তুতি সভায় অংশ নেন। এই কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দায়িত্বশীল নেতাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত সভায় ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। দক্ষিণ মহানগর বিএনপিও একইভাবে যৌথ সভা করে কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নেয়। নেতাকর্মীরা পাড়া-মহল্লায় মাইকিং করে জনসাধারণকে র‌্যালিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “ইসরায়েলের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ— কেউই রেহাই পাচ্ছে না। বাড়িঘর ধ্বংসের পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এই বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচি পালন করছি।”

ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাতে বিএনপির আজকের কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ভেতরে এসে পড়েছে। লক্ষ্য ছিল ইসরায়েল, তবে মাঝপথেই সেটি সৌদিতে পড়ে যায় বলে জানিয়েছে ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু ও টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়েছে।

আনাদোলু জানিয়েছে, বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়ে। ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কেএএন জানায়, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হলেও তা সৌদি আরবের মাটিতে পড়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল— যা সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল— তা সৌদি আরবের অভ্যন্তরে গিয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করলেও তা কোনো হুমকি সৃষ্টি করেনি বলে সতর্কতা সাইরেনও বাজানো হয়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা হুথি গোষ্ঠীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলে রেখে নিজেদের দেশের বৈধ বাহিনী হিসেবে দাবি করে আসছে। ২০২৩ সাল থেকে হুথিরা লোহিত সাগর ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজ ও ইসরায়েল লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে।

হুথি গোষ্ঠী বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতেই এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪
শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প
রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত
সাবেক মেয়র তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন
টাঙ্গাইলে ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধদের নামাজ আদায়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান
ভারতে ৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী
বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
বিমানে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল যাত্রী!
এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার
আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি
দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা হবে: গভর্নর
গুলশানের এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি