দেশের উন্নয়ন দেখে বিএনপি জ্বলে-পুড়ে মরছে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকলাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকারের উপর দেশের মানুষ ভরসা করেন। দেশের উন্নয়ন দেখে বিএনপি জ্বলে-পুড়ে মরছে। সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে না আসলে সেটি তাদের বিষয়। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন বানচালের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮টি নতুন ভবনের উদ্বোধন ও ভিক্ষুক পুনর্বাসনের আওতায় ব্যাটারিচালিত রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে। এসডিজি বাস্তবায়নে নাগরিকদের আত্মসামাজিক উন্নয়নে ভিক্ষুকদেরও পুনর্বাসনে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তাদের মধ্যে একটি প্রকল্প হলো ভিক্ষুকদের রিকশা বিতরণ। এ কর্মসূচির উদ্দেশ্য ভিক্ষুকরা এই রিকশা চালিয়ে যে আয় করবে তা দিয়ে নিজেদের সংসারের খরচ চালাবেন। অন্যের কাছে সাহায্যের জন্য যেন যেতে না হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিদায়ী পরিচালক আব্দুল মোতালেব সরকার ও নবাগত পরিচালক নাজমুল হুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী এলজিইডি (ভারপ্রাপ্ত) সানজিৎ রানা ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কাঞ্চন, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ প্রমুখ।
এসজি