মানবকল্যাণে কখনো পিছপা হননি জাফরুল্লাহ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ মানুষ কীভাবে স্বাস্থ্যসেবা পেতে পারেন সেই লক্ষ্যে আজীবন কাজ করেছেন ডা জাফরুল্লাহ চৌধুরী। দেশ ও দেশের মানুষের স্বার্থে ওষুধ শিল্প ও স্বাস্থ্য নীতি নিয়ে উনি কাজ করেছেন। স্বাস্থ্য নীতি পুরোপুরি তিনি সামনে নিয়ে যেতে পারেননি। স্বাস্থ্য নীতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে হয়তো বাংলাদেশের আমরা সবাই সহজেই স্বাস্থ্যসেবা পেতাম।
তিনি বলেন, জাফরুউল্লাহ চৌধুরী অসাধারণ সাহসী দেশপ্রেমিক সৎ নির্ভীক মানুষ ছিলেন। তিনি ছিলেন প্রতিবাদী মানুষ। দেশ ও দেশের মানুষের কল্যাণে কখনো পিছপা হননি। সারাটা জীবন তিনি মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি যে শূন্যস্থান তা কখনো পূর্ণ হবে না। আমি বিএনপি ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। উনাকে স্যালুট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শ্রদ্ধা জানানো শেষে শোক বই এ স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জাফরুল্লাহ চৌধুরী। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এসএন