আওয়ামী লীগের সঙ্গে আর প্রেম নয়: মুজিবুল হক
মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনেও মহাজোটের অংশ হিসেবে নির্বাচন করে দ্বিতীয় সর্বোচ্চ আসন নিয়ে সংসদের বিরোধী দল তারা।
নির্বাচনের পর আক্ষরিক অর্থে আর জোট বা মহাজোটে নেই জাতীয় পার্টি। তবে আনুষ্ঠানিকভাবে মহাজোট ছাড়ার ঘোষনা না দিলেও রাজনৈতিক বিভিন্ন বক্তৃতায় নিজেদের শরীক দলের বাইরে শক্তিশালী বিরোধী দল দাবি করে আসছে জাতীয় পার্টি।
দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আর কোন প্রেম নেই। আমাদের সঙ্গে প্রেম করে আওয়ামী লীগ তিন বার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। এখনও আমাদের ওপর নির্যাতন করছে।’
শনিবার (৪ ডিসেম্বর) বিকালে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু একথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির মহাসচিব চুন্নু বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের ওপর হামলা করছে। জাতীয় পার্টি প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে উঠিয়ে দিতে চাচ্ছে।
তিনি আরও বলেন, মধ্যবিত্তের প্রধান বাহন হচ্ছে বাস সার্ভিস। সরকার সমন্বিত বাস সার্ভিস পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন আর কোন জোট নয়, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসন বাবলা বলেন, প্রমাণ হয়েছে জাতীয় পার্টি ছাড়া আর কোন দলই দেশে সুশাসন দিতে পারে না।
দেশের মানুষের আশা পূরণ করতেই জাতীয় পার্টির রাজনীতি। তাই আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরও শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান সৈয়দ আবু হোসেন বাবলা।
এসময় বক্তব্য আরও রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এড. রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম প্রমুখ।
এমএম/এমএমএ/