সাক্ষাৎকার
নতুন কমিটি অবশ্যই গণফোরাম না: মোকাব্বির খান
গণফোরাম দুই ভাগ হয়েছে। একভাগে ড. কামাল হোসেন দলটির প্রতিষ্ঠাকালীন সভাপতি। অন্যদিকে দলটির প্রতিষ্ঠাকালীন অন্যতম নেতা মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি এবং সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (০২ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মন্টুপন্থীদের কাউন্সিলের সাংগঠনিক সভা শেষে ১৫৭ সদস্যের এ কমিটির নাম ঘোষণা করা হয়।
এই বিভক্তিতে মূল গণফোরামের ক্ষতি হল কি না, নতুন এই দলের ভবিষ্যৎ-ই বা কী এসব নিয়ে ঢাকাপ্রকাশ-এর সঙ্গে কথা বলেছেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দলের নির্বাহী সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
গণফোরাম বিভক্ত হয়নি বলে দাবি করেছেন দলটির নির্বাহী সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি বলেছেন, ‘গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আছেন, থাকবেন আমাদের মাথার মুকুট হিসেবে। মন্টু সাহেব আর সুব্রত সাহেব যেটা করেছে ওটা অবশ্যই গণফোরাম না। বিচ্ছিন্ন কিছু লোক একটি পার্টি করেছে।’ তার সাক্ষাৎকার নিয়েছেন ঢাকাপ্রকাশ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক শাহজাহান মোল্লা।
ঢাকাপ্রকাশ: প্রতিষ্ঠাতা সভাপতিকে বাদ দিয়ে গণফোরামের যে কমিটি হলো সে সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
মোকাব্বির খান: ‘ড. কামাল হোসেন সাহেবকে বাদ দিয়ে তারা এই কমিটি করেছে। কামাল হোসেন সাহেব আগের দিন আমাকে একটি চিঠি দিয়েছিলেন। সেটি মন্টু সাহেবকেও দিয়েছিলেন। সেখানে লেখা, তিনি সারাজীবন ঐক্যের জন্য কাজ করেছেন। তিনি দলের মধ্যে কোন ধরনের বিভক্তি চান না।’
‘আমাকে লিখেছিলেন আপনি এবং মন্টু সাহেব মিলে আপনার দলকে একত্রিত করনের ব্যাপারে এবং আপনারা আলাপ আলোচনার মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রাখেন। তাদের ওখানে একটি শুভেচ্ছাবার্তা তিনি দিয়েছিলেন, তাদের কমিটি ঘোষণার পর এটি তারা পড়ে শুনিয়েছেন।’
‘মন্টু সাহেবের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম, ঠিক আছে আপনারা একটা অনুষ্ঠান করেন। আমাদের ঘাটতি যেগুলো আছে, সেই ঘাটতিগুলো কিভাবে টিহ্নিত করব, তারপর আমরা ঘাটতিগুলো নিয়ে আলোচনা করব এবং আগামী দিনের গণফোরামের কর্মসূচি কি হবে? গণফোরামের মাধ্যমে আমরা কিভাবে মানুষের আকাঙক্ষা বাস্তবায়ন করব, সেটা নিয়ে আলোচনা করব। এতে তিনি সম্মত হলেন না। কালকে দেখলাম তিনি (মন্টু) সভাপতি সুব্রত চৌধুরীকে জেনারেল সেক্রেটারি করে ১৫৮ জনের কমিটি করেছেন। তিনি যা করেছেন তা তাদের গণতান্ত্রিক অধিকার। করতেই পারেন। বাংলাদেশে তো আরও ৪০-৫০টি পার্টি আছে নিবন্ধিত-অনিবন্ধিত।
ঢাকাপ্রকাশ: গণফোরামের ভবিষৎ কী?
মোকাব্বির: আমরা যারা আছি গণফোরামের নীতি আদর্শ ধারণ করে রাজনীতি করে যাচ্ছি, করব। আমরা কখনও গণফোরাম থেকে লাইনচ্যুত হব না। ড. কামাল হোসেনকে আমাদের মাথার মুকুট হিসাবে রেখে আমরা আমাদের রাজনীতি করব। আমরা ড. কামাল হোসেনকে বলেছি, আপনাকে কিছু করতে হবে না, আপনার নীতি-আদর্শ মূল্যবোধ এগুলোকে আমরা ধারণ করে রাজনীতি করে যাব। আপনার কাছ থেকে ফিজিক্যালি কোনো সাপোর্ট চাই না। আমরা গণফোরামের দীর্ঘ ২৮ বছরের ঐতিহ্য ধারণ করেই এগিয়ে যেতে চাই।
ঢাকাপ্রকাশ: তাহলে গণফোরাম কি দুই ভাগ হয়ে গেলো?
মোকাব্বির: না, গণফোরাম ভাগ হয়েছে সেটি আমি বলব না। গণফোরাম গণফোরামের জায়গাতে ঠিকই আছে। বিচ্ছিন্ন কিছু লোক গণফোরাম থেকে চলে গেছে। অন্য একটি পার্টি করেছে। এটি তাদের সাংবিধানিক অধিকার। সভা-সমিতি এইগুলো করার তাদের অধিকার আছে। সেটি তারা করতেই পারেন।
ঢাকাপ্রকাশ: আপনাদের প্রতিষ্ঠাতা সভাপতি কি তাহলে এই বিভক্তি মেনে নিয়েছেন?
মোকাব্বির: ড. কামাল হোসেন স্যার নিজেই তার কথা বলতে পারবেন। আমি গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে বলতে পারি, গণফোরামের সঙ্গে আছি। আমরা সম্মেলন করতে যাচ্ছি ২৯ জানুয়ারি। নতুন যেটি হয়েছে গণফোরাম ছেড়ে সেখানে আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। তারা এটিকে গণফোরাম বলতে পারেন না। কারণ গণফোরামের নামে আমাদের বিদ্যমান কমিটি আছে। সেই কমিটি নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত। আমাদের অফিস করেছি, সেই অফিসে রেকর্ডেড কমিটি আছে। আমরা যে অডিট রিপোর্ট সাবমিট করেছি সেই অডিট রিপোর্ট গৃহীত হয়েছে। সেখানে ড. কামাল হোসেন সভাপতি এবং অ্যাডভোকেট শফিকুল্লাহ সাধারণ সম্পাদক, আমি নির্বাহী সভাপতি। তারা যেটি করেছেন তা বিচ্ছিন্ন একটি গ্রুপ। তারা বিচ্ছন্নভাবে করার মানে এটি নয় যে, তারা গণফোরামের অংশ হয়ে গেলেন।
ঢাকাপ্রকাশ: নতুন যে কমিটি হয়েছে সেটি কি গণফোরামের অংশ?
মোকাব্বির খান: অবশ্যই তারা গণফোরামের অংশ নয়।
ঢাকাপ্রকাশ: তাহলে তারা যে নাম দিয়েছে এতে গণফোরামের ভাবমূর্তি নষ্ট হলো কি-না?
মোকাব্বির: না, মানুষ তো এইগুলো দেখবে কারা গণফোরাম। আপনার নামে যদি আমার নামটি সংযুক্ত করি তাহলে আপনি আর আমি কি এক হয়ে গেলাম? তাছাড়া আমাদের দলের নিবন্ধন আছে। প্রশ্ন আসতে পারে তারা আমাদের প্রতীক ব্যবহার করছেন। তবে নির্বাচন কমিশনে সেটি ধোপে টিকবে না। গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন, তিনি এখনও সভাপতি আছেন। এই দলের একমাত্র ব্যক্তি আমি যে কি না দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছি, সংসদে প্রতিনিধিত্ব করছি। সেখানে তো মন্টু সাহেব সুব্রত সাহেবের কথাই ওঠে না। এখন কেউ গায়ে পড়ে যদি কিছু বলে সেক্ষেত্রে বলার কিছু নাই।
ঢাকাপ্রকাশ: তাহলে আপনি বলতে চাচ্ছেন ওটা গণফোরাম না?
মোকাব্বির: আমি দায়িত্ব নিয়ে ১০০ ভাগ বলতে পারি সেটি গণফোরামের দল না। গণফোরাম একটি নিবন্ধিত দল। আমি এই দলের প্রতিনিধিত্ব করছি জাতীয় সংসদে। সেই দলের সভাপতি ড. কামাল হোসেন।
ঢাকাপ্রকাশ: আপনাদের দলের নাম ও প্রতীক ব্যবহার করছে তাহলে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি-না?
মোকাব্বির: এই ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে কিছু বলতে পারব না এই মুহূর্তে। এটি আলোচনায় আসেনি। ব্যবস্থা গ্রহণ করব কি করব না সেটি বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব।
ঢাকাপ্রকাশ: নতুন যে কমিটি হলো সেটার ভবিষ্যৎ কী দেখছেন?
মোকাব্বির: কার কি ভবিষ্যৎ সেটি জনগণ নির্ধারণ করবে। তবে আমাদের গণফোরামের ভবিষৎ উজ্জ্বল। কামাল হোসেন স্যার এর নীতি-আদর্শ ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। তার কথা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। জেলায়-জেলায় আমরা ব্যাপকভাবে মানুষের সমর্থন পাচ্ছি।