১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে নতুন করে শপথ নিয়েই স্মরণ করতে চাই। অনির্বাচিত সরকার তারপরও তাদের কাছে ২৬ মার্চের পূর্বেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি দাবি করছি। নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিত্যা মামলা প্রত্যাহার চাই।’
ঘোষিত কর্মসূচি হলো
শনিবার (২৫ মার্চ) রাজধানীর মহানগর নাট্যমঞ্চ অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা। ২৬ রবিবার ভোর ৬টায় স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল কার্যালয়ে দলীয় প্রতাকা ও জাতীয় পতাকা উত্তোলন।
একইদিন সকালে সাভারস্থ জাতীয় স্মৃতি সৌধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ। পরবর্তী সময়ে ঢাকায় ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া ও ফাতিহা পাঠ।
২৬ মার্চ সকল তেকে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল। ২৭ মার্চ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
এমএমএ/