বিএনপির ১১ মার্চ মানববন্ধনে নেতাদের দায়িত্ব বণ্টন
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালনের সময় নির্ধারিত করা আছে বিএনপির।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়; ১১ মার্চ মানববন্ধন কর্মসূচিতে বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা সমন্বয় সাধন করবেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা ব্যতীত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সকল নেতারা ও সাবেক সংসদ সদস্যগণ নিজ নিজ জেলা ও মহানগরে অংশগ্রহণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উক্ত মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন।
কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নেতারাকে কোনো জেলা ও মহানগরে:
ঢাকা বিভাগ
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস।
ঢাকা জেলায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দীন। মানিকগঞ্জ জেলা স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গাজীপুর জেলা ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, টাঙ্গাইল জেলা ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, নারায়ণগঞ্জ জেলা খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, গাজীপুর মহানগরে সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ জেলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, নারায়ণগঞ্জ মহানগর স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
ঢাকা মহানগর দক্ষিণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রকিবুল ইসলাম বকুল, আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সুলতান সালাহ উদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কাজী রওনাকুল ইসলাম টিপু, অর্পণা রায় দাস, মহিলা আফরোজা আব্বাস, কাজী আবুল বাশার, অ্যাড. সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ, এটিএম আব্দুল বারী ড্যানী, কাদের গণি চৌধুরী, ইঞ্জি মো. আফজাল হোসেন সবুজ, আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব, সাদেক খান, শেখ রবিউল আলম রবি, আবু নাসের রহমতুল্লাহ, হাবিবুর রশিদ হাবিব, একরামুল হক বিপ্লব, মামুনুর রশিদ মামুন, রফিকুল ইসলাম রাসেল, কাজী রফিকুল ইসলাম (কাজী রফিক), আ ক ম মোজাম্মেল হক, ফরিদা ইয়াসমিন, অ্যাড. সাবেরা আলাউদ্দিন হেনা, সাঈদ সোহরাব, অ্যাড. কামরুল ইসলমা সজল, সালাহউদ্দিন ভূঁইয়া শিশির, মীর রবিউল ইসলাম লাভলূ, হাসান মামুন, শামসুজ্জামান সুরুজ, ফজলুর রহমান খোকন, আনোয়ার হোসাইন, শহীদুল ইসলাম বাবুল, রাজীব আহসান, হেলাল খান, ইঞ্জি. ইশরাক হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফ মাহমুদ জুয়েল, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর
ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার শাহজাহান ওমর, কর্ণেল (অব.) জয়নুল আবেদীন, আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জল, ডা. রফিকুল ইসলাম, অ্যাড. ফাহিমা নাসরিন মুন্নি, সুলতানা আহম্মেদ, দীপেন দেওয়ান, অ্যাড. জন গমেজ, অমলেন্দু অপু, ফিরোজ উজ-জামান (মামুন মোল্লা), নেওয়াজ হালিমা আরলী, জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ইঞ্জি. মো. আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জি. এস এম গালিব, ডা. পারভেজ রেজা কাকন, ইশতিয়াক আজিজ উলফাত, মুন্সি বজলুল বাসিত আঞ্জু, খান রবিউল ইসলাম রবি, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আকরামুল হাসান, বজলুল করিম চৌধুরী আবেদ, আব্দুল মতিন, শেখ মো. শামীম, ওমর ফারুক শাফিন, মামুন হাসান, এস এম ওবায়দুল হক নাসির, আবু সাঈদ, অ্যাড. আরিফা জেসমিন, তাবিথ আউয়াল, হায়দার আলী লেলিন, মেহেরুন্নেছা হক, হাসান জাফির তুহিন, ইকবাল হোসেন শ্যামল, এস এম জিলানী, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, শফিকুল ইসলাম মিল্টন, মাওলানা শাহ মো. নেছারুল হক, জাকির হোসেন রোকন, হাজী মজিবুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।
কুমিল্লা বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া জেলা বরকত উল্লাহ বুলু, সায়েদুল হক সাঈদ, কুমিল্লা দক্ষিণ জেলা জয়নুল আবেদীন ফারুক, কুমিল্লা উত্তর জেলা মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর রাশেদা বেগম হীরা, চাঁদপুর জেলা ব্যারিস্টার রুমিন ফারহানা,
ময়মনসিংহ বিভাগ: কিশোরগঞ্জ জেলা অ্যাড. ফজলুর রহমান, শরিফুল আলম, জামালপুর জেলা ব্যারিস্টার কায়সার কামাল, ওয়ারেছ আলী মামুন, নেত্রকোনা জেলা নীলুফার চৌধুরী মনি, ময়মনসিংহ উত্তর-দক্ষিণ এবং মহানগরে প্রধানমন্ত্রীর কর্মসূচি আছে কর্মসূচি পালিত হবে না। শেরপুর জেলা হেলেন জেরিন খান।
চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার জেলা নজরুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আব্দুল্লাহ আল নোমান, নোয়াখালী জেলা মো. শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা মীর মো. নাসির উদ্দিন, ফেনী জেলা মাহবুবের রহমান শামীম, লক্ষীপুর জেলা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলা এ এম নাজিম উদ্দিন, বান্দরবান জেলা বেলাল আহমেদ, রাঙ্গামাটি জেলা জালাল উদ্দীন মজুমদার।
বরিশাল বিভাগ: বরিশাল মহানগর বেগম সেলিমা রহমান, ভোলা জেলা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন আলম, ঝালকাঠি জেলা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল উত্তর জেলা অ্যাড. মজিবুর রহমান সরোয়ার, বরিশাল দক্ষিণ জেলা অ্যাড. বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী জেলা এবিএম মোশাররফ হোসেন, বরগুনা জেলা আ ক ন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা মাহবুবুল হক নান্নু প্রমুখ।
রাজশাহী বিভাগ: বগুড়া জেলা মিজানুর রহমান মিনু, পাবনা জেলা হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী মহানগর অধ্যাপক শাহজাহান মিয়া, সিরাজগঞ্জ জেলা আব্দুল মান্নান তালুকদার, নওগাঁ জেলা হারুন-অর-রশিদ, নাটোর জেলা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলা মোসাদ্দেক হোসেন বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সৈয়দ শাহীন শওকত, জয়পুরহাট জেলা ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।
রংপুর বিভাগ: ঠাকুরগাঁও জেলা ড. আসাদুজ্জামান রিপন, রংপুর মহানগর আব্দুল হাই সিকদার, দিনাজপুর জেলা হাবিব-ঊন-নবী খান সোহেল, লালমনির হাট আসাদুল হাবিব দুলু, পঞ্চগড় জেলা ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর জেলা সামসুজ্জোহা খান, কুড়িগ্রাম জেলা আনিসুজ্জামান বাবু, নীলফামারী জেলা আব্দুল খালেক, সৈয়দপুর জেলা অ্যাড. শফিকুল হক মিলন, গাইবান্ধা জেলা সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
ফরিদপুর বিভাগ: রাজবাড়ী জেলা জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, মাদারীপুর জেলা শামা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান, ফরিদপুর জেলা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।
খুলনা বিভাগ: ঝিনাইদহ জেলা শামসুজ্জামান দুদু, খুলনা মহানগর এ্যাড. নিতাই রায় চৌধুরী, সাতক্ষীরা জেলা ড. মামুন আহমেদ, যশোর জেলা অনিন্দ্য ইসলাম অমিত, চুয়াডাঙ্গা জেলা অধ্যক্ষ সেলিম ভূইয়া, খুলনা জেলা আজিজুল বারী হেলাল, কুষ্টিয়া জেলা মোঃ হারুন অর রশিদ, মাগুরা জেলা জয়ন্ত কুমার কুন্ড, বাগেরহাট জেলা অধ্যাপক এ বি এম ওবায়দুল, নড়াইল জেলা এম এ মালেক, মেহেরপুর জেলা আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।
সিলেট বিভাগ: হবিগঞ্জ জেলা ড. মো. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর খন্দকার আবদুল মোক্তাদির, সিলেট জেলা সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল, মৌলভীবাজার জেলা আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা ডাঃ সাখাওয়াত হাসান জীবন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়; জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ কর্মসূচি সফল করতে সমন্বয় করবেন।
এমএইচ/এমএমএ/