সরকার দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গুলিস্তানে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন ও আহতদের খোঁজ নিতে যান গণতন্ত্র মঞ্চের নেতারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নেতারা বলেন, সারা দেশে একটা কাঠামোগত হত্যাকাণ্ড চলছে। ঢাকাসহ প্রায় সকল শহরে মানুষের নিরাপদ বসবাসের পরিবেশ নাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল বাহিনী ও সংস্থা কাজ করার কথা তাদের নিয়মতান্ত্রিকভাবে ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। জনগনের নিরাপদ বসবাসের প্রতি সরকারের যে দায়-দায়িত্ব সেটা তারা নিচ্ছে না।
তারা বলেন, গুলিস্তানের উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের সঙ্গে ইঞ্জিনিয়ার টিমসহ আরও যেসকল বিশেষায়িত সংস্থার সমন্বয় করা দরকার ছিল। ঘটনার ২০ ঘণ্টা পরেও তাদের পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে এই ধরনের দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হচ্ছেন কিন্তু এগুলোর কোনো সঠিক তদন্ত হয় না হলেও তার রিপোর্ট প্রকাশ হয় না অথবা রিপোর্টের পরামর্শ গুলো বাস্তবায়ন না করে ধামাচাপা দেওয়া হয়।
দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। উল্টো তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়। প্রায় সকল ঘটনায় সরকার রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সম্প্রতি ঘটে যাওয়া সীতাকুণ্ড, সাইন্সল্যাব, গুলিস্তানের অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত করে তা প্রকাশের আহ্বান জানানো হয়। নিহত ও আহতদের যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান হয়।
বুধবার (৮ মার্চ) গণতন্ত্র মঞ্চের নেতারা হাসপাতালে আহতদের স্বজন ও ডাক্তারদের সঙ্গে কথা বলে আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর গুলিস্তানে ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ ও ফায়ার সার্ভিসের দায়িত্বশীলদের উদ্ধার কার্যক্রমের খোঁজ খবর নেন এবং হাসপাতালে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন।
পরিদর্শন টিমে উপস্থিত ছিলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
গণসংহতি আন্দোলন এর সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া, দপ্তর সমন্বয়ক নাইমুল নয়ন, কেন্দ্রীয় নেতা প্রীতম দাশ, ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।
এমএইচ/এমএমএ/