শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার ১৭ (জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের নেতৃত্বে এই মিছিল হয়।
শামসুন্নাহার হলের সামনে থেকে শুরু করে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে বিএনসিসির কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসানুর রহমান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, হাজী মুহম্মদ মুহসীন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, স্যার এ এফ রহমান হলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আল- আমিন, শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, স্যার এ এফ রহমান হলের ছাত্রনেতা রাকিবুল ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রনেতা মনসুর রাফি সহ শতাধিক নেতাকর্মী।
আক্তার হোসেন জানান, শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আমরা একমত পোষণ করছি। এবং অনতিবিলম্বে ভিসির পদত্যাগ এবং প্রসাশনের ছত্রছায়ায় অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি।
এমএইচ/এএস