মানুষের মুক্তির জন্য সরকারের পতন ঘটাতে হবে: রিজভী
ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের মুক্তির জন্য সরকারের পতন ঘটাতে হবে; বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৭ জানুয়ারি) নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি।
তিনি বলেন, 'পিছনে ফেরার কিছু নেই, একমাত্র পথ সমস্ত শক্তি নিয়ে রাস্তায় তুমুল আন্দলন গড়ে তুলে সরকারের পতন ঘটাতে হবে। অন্যথায় শেখ হাসিনা ও তার পরিবার হবে জমিদার, আর আমরা হব তাদের বন্দিশালার বন্দি। মুক্তি পেতে আন্দলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের মুক্তির জন্য সরকরের পতন ঘটাতে হবে।'
রিজভী বলেন, 'ক্ষমতাক্ষুধার্ত প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে দেশের মানুষকে বন্দুকযুদ্ধে হত্যা করতে দ্বিধা করছেন না। তথাকথিত উন্নয়নের কথা বলে গোটা দেশকে বন্দিশালা বানিয়েছেন। সেই বন্দিশালার ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশের মানুষের মুক্তি পাওয়ার প্রশ্ন দেখা দিয়েছে।'
'আপনি আপনার আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেলের ডগা দিয়ে ভয় দেখাতে পারেন। ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করতে পারেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স তারা যে অবজারভেশন করছে তাদের মুখ কিভাবে বন্ধ করবেন?'
পররাষ্ট্রমন্ত্রীকে গোপালভাড় আখ্যা দিয়ে তিনি বলেন, 'নিজের মন্ত্রীত্ব রক্ষাকে হাতিয়ার বানিয়ে, দেশের ভাবমূর্তি রক্ষায় আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন যা একটি দেশ ও জাতির জন্য দুর্ভাগ্য।'
ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি আসজাদুল আরিশ ডলের সভাপতিত্বে ও শফিকুল রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির আমিরুজ্জামান শিমুল, হায়দার আলী লেনিন, কৃষক দলের নাসির হায়দার, ওমর ফারুক শাফিন, টিএস আইয়ুব, মনিরুল ইসলাম রয়েল, ওবায়দুর রহমান টিপু বক্তব্য রাখেন।
এমএইচ/কেএফ/