খালেদার চিকিৎসার দাবিতে ছাত্রদলের সমাবেশ চলছে

শনিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশ করছে ছাত্রদল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে।
শনিবার (৪ ডিসম্বের) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশকে কেন্দ্র করে সকাল ৮টা থেকে প্রেসক্লাবের সামনে জড় হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এমইউএ/এসএন
