বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | ৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২'র ভাষা আন্দোলনে শহীদদের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালো ব্যাজ ধারণ করে নীলক্ষেত বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং পরবর্তীতে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে বিএনপি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/আরএ/

Header Ad
Header Ad

পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি: সংগৃহীত

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদসহ সংশ্লিষ্টদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকিসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শহীদ পরিবারের পক্ষে অ্যাডভোকেট তাসমীরুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন।

এসময় তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমানসহ শহীদ সেনা পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

পরে তারা গণমাধ্যম মামলা সম্পর্কে অবহিত করে বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রীসহ পিলখানা হত্যাকাণ্ডের জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।’ পর্দার আড়ালের কুশীলবদের বিচারের দাবি করেন তারা।

শহীদ সেনা পরিবারের সদস্যরা বলেন, ‘তৎকালীন সেনাপ্রধানসহ অনেকেই ঘটনার জন্য দায়ী।’

Header Ad
Header Ad

ছাত্ররাজনীতি নিষিদ্ধ কুবিতে ছাত্রদলের ব্যানারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

ছাত্রদলের ব্যানারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগগুলোর পর প্রশাসনের উপস্থিতিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হলে সেসময় তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে পুষ্পস্তবক অর্পণের সময় না ডাকার সিদ্ধান্ত দেন। পরবর্তীতে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যদের সাথে প্রশাসনের বাকবিতণ্ডা চলে। পরবর্তীতে সংগঠনগুলোর সদস্যরা বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি নেয়। তবে সেই সময়ই প্রক্টরসহ আয়োজনের আহ্বায়কের উপস্থিতিতে ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করে।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, তাই আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে র‌্যালি করিনি, বাইরে করেছি। পুষ্পস্তবক অর্পণ করার অনুমতি আমরা নিয়েছি এবং প্রক্টোরিয়াল বডি থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগগুলোর পর আমরা ফুল দিতে পারবো। এজন্য আমরা এখানে এসেছি।”

এ ব্যাপারে প্রক্টর আবদুল হাকিম বলেন, “তারা আমার কাছে অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিয়েছিলাম। তবে তারা যে কোন ব্যানারে ফুল দেবে, এটা আমার জানা ছিল না।"

Header Ad
Header Ad

রাজশাহীতে বিএনপির মাইকে বঙ্গবন্ধুকে নিয়ে গান, দুই পক্ষের মধ্যে হট্টগোল  

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে মাইকে বঙ্গবন্ধুকে নিয়ে গান বাজানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল ও পরে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুইজন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে বালিয়া গ্রামের মাঠে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। আগের দিন একই মাঠে আরেকটি অনুষ্ঠান করেন মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে রফিকুল ইসলাম ও আসলাম হোসেনের মধ্যে বিরোধ রয়েছে।

বুধবার ওই অনুষ্ঠানে মাইকে “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটি বাজানো হয়। এতে বিএনপির আরেক পক্ষের লোকজন ক্ষুব্ধ হন। হট্টগোল তৈরি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু রাতে এ নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

আসলাম হোসাইনের অভিযোগ, রাতে তার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। এতে তার দুই ভাই আহত হয়েছেন। তিনি এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন। রফিকুল ইসলাম বিভেদ তৈরির জন্য আওয়ামী লীগের লোকজনদের নিয়ে বিএনপির দলীয় ব্যানারে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আওয়ামী লীগের লোকজনদের নিয়ে তিনি হামলা করেছেন।

এই অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর গান বাজানোর বিষয়টি তার জানা নেই। এ রকম গান বাজানো হয়নি বলে জেনেছেন। যদি বাজেও সেটাও প্রতিপক্ষের ইন্ধনে হতে পারে। হামলার অভিযোগ ভিত্তিহীন।”

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, পুলিশ সন্ধ্যায় গিয়ে মাইকসহ অপারেটরকে থানায় নিয়ে এসেছিল। জিজ্ঞাসাবাদে তিনি (অপারেটর) জানিয়েছেন ভুল করে মাইকে বঙ্গবন্ধুর গান বাজিয়েছেন। মারধরের ঘটনায় বিএনপি নেতা আসলাম হোসেন থানায় এসে মৌখিক অভিযোগ দিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ছাত্ররাজনীতি নিষিদ্ধ কুবিতে ছাত্রদলের ব্যানারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
রাজশাহীতে বিএনপির মাইকে বঙ্গবন্ধুকে নিয়ে গান, দুই পক্ষের মধ্যে হট্টগোল  
সেন্টমার্টিনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ
সংস্কারপন্থীদের কারণে বিভেদ বিএনপিতে, ত্যাগীদের ক্ষোভ
লোকসভায় ধস্তাধস্তি; রাহুলের ‘আঘাতে’ বিজেপির ২ এমপি আহত
এক হাজার ৯২ কোটি টাকার মামলা এস আলমের ছেলের বিরুদ্ধে
প্রতিপক্ষের বুটের আঘাতে রক্তাক্ত দোন্নারুম্মার মুখ
শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া
কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
আফগানিস্তানে দু’টি বাস দুর্ঘটনায় ৪৪ জন নিহত
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
২৩৮ পদে জনবল নিচ্ছে ভূমি মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, পলকের স্বীকারোক্তি
এক বছর লিভ টুগেদারের পর পার্টনার পছন্দ করেছি: স্বাগতা
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি
সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু গ্রেপ্তার
মুম্বাইয়ে যাত্রীবাহী লঞ্চে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় নিহত ১৩
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক