বিভক্ত গণফোরামের ১৫৭ সদস্যের কমিটি
ছবি : সংগৃহীত
প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসনকে বাদ দিয়ে প্রতিষ্ঠাকালীণ অন্যতম নেতা মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি করে ভাগ হলো গণফোরাম। সুব্রত চৌধুরীকে নতুন এ কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (০২ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মন্টুপন্থিদের কাউন্সিলের সাংগঠনিক সভা শেষে ১৫৭ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।
সন্ধ্যায় নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মহসিন রশিদ। কমিটির নাম পড়ে শোনান অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। সন্ধ্যায় দলীয় প্যাডে সংগঠনের যুগ্ম সম্পাদক লতিফুল বারী হামিমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫৭ সদস্যের কমিটির নাম গণমাধ্যমে পাঠানো হয়।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ৭ সদস্যের নির্বাহী পরিষদে রয়েছেন, মোস্তফা মহসিন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহসিন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের ও আইয়ুব খান ফারুক। এ ছাড়া ২০ সদস্যের সভাপতিমণ্ডলী, ২৮ সদস্যের সম্পাদকমণ্ডলী এবং ৮৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
প্রেসিডিয়াম সদস্যরা হলেন
১. বীর মুক্তিযুদ্ধা মোস্তফা মোহসীন মন্টু
২. অধ্যাপক ড. আবু সাইয়িদ
৩. সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী
৪. এডভোকেট জগলুল হায়দার আফ্রিক
৫. এডভোকেট মহসিন রশিদ
৬. এডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের
৭. ইঞ্জিনিয়ার সিরাজুল হক
৮. এডভোকেট আনসার খান
৯. এডভোকেট ফজলুল হক সরকার
১০. রতন ব্যানার্জি
১১. এডভোকেট এনামুল হক চাঁদ
১২. মেজর আসাদুজ্জামান (অব.) বীর প্রতীক
১৩. ডা. মিজানুর রহমান
১৪. আতাউর রহমান
১৫. আব্দুল হাসিব চৌধুরী
১৬. খান সিদ্দিকুর রহমান
১৭. আবুল হাসনাত
১৮. আনোয়ার হোসেন
১৯. এডভোকেট হোসেন আলী পিয়ারা
২০. এডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ
সম্পাদকমন্ডলী:
১. আইয়ুব খান ফারুক- সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক
২. এডভোকেট মো: হেলাল উদ্দিন- যুগ্ম-সাধারণ সম্পাদক
৩. লতিফুল বারী হামিম- যুগ্ম-সাধারণ সম্পাদক
৪. রওশন ইয়াজদানী (ঢাকা) সাংগঠনিক সম্পাদক
৫. এডভোকেট তরিকুর রউফ (চট্টগ্রাম) সাংগঠনিক সম্পাদক
৬. বকসী ইকবাল (সিলেট) সাংগঠনিক সম্পাদক
৭. আলীনূর খান বাবুল (খুলনা) সাংগঠনিক সম্পাদক
৮. মামুনুর রশিদ মামুন (রাজশাহী)সাংগঠনিক সম্পাদক
৯. মীর্জা হাসান (রংপুর) সাংগঠনিক সম্পাদক
১০. এডভোকেট রায়হান উদ্দিন (ময়মনসিংহ) সাংগঠনিক সম্পাদক
১১. জাহাঙ্গীর হোসেন (বরিশাল) সাংগঠনিক সম্পাদক
১২. দফতর সম্পাদক - মো: আব্দুল হান্নান মাষ্টার
১৩. প্রচার ও প্রকাশনা - এডভোকেট মাহবুবুল ইসলাম
১৪. তথ্য ও গণমাধ্যম - মুহাম্মদ উল্লাহ মধু
১৫. ত্রান ও সমাজ কল্যান - নাসির হোসেন
১৬. শিক্ষা - অধ্যাপক বরুন ভট্টাচার্য্য
১৭. বিজ্ঞান ও প্রযুক্তি - সাইদুর রহমান
১৮. শিল্প ও বানিজ্য - ইকবাল জামাল জুয়েল
১৯. সাহিত্য ও সংস্কৃতি - আব্দুল হামিদ মিয়া
২০. আইন ও মানবাধিকার - এডভোকেট বিশ^জীৎ গাঙ্গুলী
২১. যুব ও ক্রীড়া - তাজুল ইসলাম
২২. আন্তর্জাতিক - গোলাম হোসেন আবাব
২৩. শ্রম - এডভোকেট মোশারফ হোসেন তালুকদার
২৪. কৃষি - আবদুল আউয়াল
২৫. মহিলা - নিলুফার ইয়াসমিন শাপলা
২৬. ছাত্র - মো: সানজিদ রহমান শুভ
২৭. জলবায়ু ও পরিবেশ - রনজিৎ শিকদার
২৮. গবেষনা, পরিকল্পনা ও প্রশিক্ষন-
সদস্য
১. শ্যামল কান্তি দাস (হবিগঞ্জ)
২. অহিদুল হক (মাগুরা)
৩. ময়নুল ইসলাম রাজা (গাইবান্ধা)
৪. মোস্তাফিজুর রহমান বাবলু (গাইবান্ধা)
৫. এডভোকেট তুলিপ (নেত্রকোনা)
৬. আব্দুস্ সাত্তার পাঠান (কুমিল্লা)
৭. উজ্জল ভৌমিক (চট্টগ্রাম)
৮. মনসুর মাহমুদ খান (চট্টগ্রাম)
৯. রনজীৎ শিকদার (চট্টগ্রাম)
১০. হারুন-অর রশিদ (শেরপুর)
১১. হামিদুল হক (মাগুরা)
১২. শাহাবুদ্দিন শাবু (ঢাকা)
১৩. আতিয়ার রহমান (ঝিনাইদহ)
১৪. ফজলুল বারী ইন্টু (বগুরা)
১৫. শ্যামল কুমার সাহা (জয়পুরহাট)
১৬. ওয়াজিউল্লাহ্ মন্টু (রাজবাড়ী)
১৭. শফিকুল ইসলাম ভূইঞা (কুমিল্লা)
১৮. এডভোকেট নাজমুল হক পিন্টু (কিশোরগঞ্জ)
১৯. এডভোকেট মহসিন
২০. আমির হোসেন (বি.বাড়ীয়া)
২১. শহীদুল্লাহ ভূইঞা (ফেনী)
২২. অধ্যাপক মহব্বত খান (রংপুর)
২৩. মোশারফ হোসেন ঝিকু (ঢাকা)
২৪. হাবিবুর রহমান বুলু (ঢাকা)
২৫. মার্শাল কাদের (ঢাকা)
২৬. এরশাদ জাহান সুমন(ঢাকা)
২৭. কবিরুজ্জামান (ঝালকাঠি)
২৮. বেলায়েত হোসেন(পটুয়াখালি)
২৯. আজিজুর রহমান মজনু (কিশোরগঞ্জ)
৩০. আঃ হাকিম(কিশোরগঞ্জ)
৩১. শেখ শহীদুল ইসলাম (ঢাকা)
৩২. কুদরত উল্লাহ (পাবনা)
৩৩. কৃষিবীদ জাফর সাদেক (পাবনা)
৩৪. মশিউর রহমান বাবুল (ঢাকা)
৩৫. এডভোকেট আসাদুর রহমান
৩৬. শিবু প্রসাদ দাশ (সিলেট)
৩৭. রফিকুল ইসলাম (ঠাকুরগাঁও)
৩৮. কামাল উদ্দিন সুমন (ঢাকা)
৩৯. সায়ফুল আলম দুলাল (কুড়িগ্রাম)
৪০. এডভোকেট আব্বাস আলী (নওগাঁ)
৪১. রাশেদুল আলম লালু (ঝিনাইদহ)
৪২. আজাদ হোসেন (চাঁদপুর)
৪৩. ওমর ফারুক (কক্সবাজার)
৪৪. আজম রুপু (পটুয়াখালী)
৪৫. ইসমাইল স¤্রাট (নোয়াখালী)
৪৬. এডভোকেট দেবেন্দ্রনাথ রায় (রাজবাড়ী)
৪৭. এডভোকেট এমদাদুল হক (সিলেট)
৪৮. রিয়াদ হোসেন (পটুয়াখালী)
৪৯. আনোয়ার ইব্রাহীম (গোপালগঞ্জ)
৫০. রবিউল ইসলাম রবি (পঞ্চগড়)
৫১. রাজেস দাস জনি (এন. গঞ্জ)
৫২. হাজী আশ্রাফ বাবু (চাঁদপুর)
৫৩. আশিশ বড়–য়া
৫৪. মামুন প্রধান (এনগঞ্জ)
৫৫. গুলজার হোসেন (ঢাকা)
৫৬. গুলনাহার বেগম (ঢাকা)
৫৭. খন্দকার আনিসুর রহমান পিনু (ঢাকা)
৫৮. মোহাম্মদ আলী জিন্নাহ্ (এন.গঞ্জ)
৫৯. মিসেস সালমা আক্তার
৬০. খলিলুর রহমান ঝন্টু (ঢাকা)
৬১. মামুন (রাজশাহী)
৬২. ইউসুফ সিরাজী (সিরাজগঞ্জ)
৬৩. এরফান উদ্দিন আন্টু
৬৪. মাহফুজুর রহমান মাসুম
৬৫. অখিল কর্মকার
৬৬. আমিনুল ইসলাম
৬৭. নিজাম উদ্দিন
৬৮. শেখ মোঃ ইসমাইল আলী
৬৯. মতিউর রহমান (সুনামগঞ্জ)
৭০. নূরনবী
৭১. ফারুক হোসেন
৭২. সুলতান বাহাদুর (বরিশাল)
৭৩. ডাঃ ফজলুল কাদের(চট্টগ্রাম)
৭৪. শওকত আলী (চট্টগ্রাম)
৭৫. ইমাম হোসেন (ঢাকা)
৭৬. মোঃ আশরাফ হোসেন (সিলেট)
৭৭. মোঃ তরিকুল ইসলাম (সিলেট)
৭৮. কিশোরীপদ দেব শ্যামল(মৌলভীবাজার)
৭৯. আব্দুল্লাহ (ব্রাহ্মনবাড়িয়া)
৮০. আজহার হোসেন (শেরপুর)
৮১. শওকত আলী (চট্টগ্রাম)
৮২. আশরার আলী খান রুমী
৮৩. আতিক আজমী
৮৪. আবু জাফর শিহাব (হবিগঞ্জ)
৮৫. রাশেদ মিয়া
৮৬. আব্দুর রউফ (হবিগঞ্জ)
৮৭. তৌফিকুল ইসলাম (চাপাইনবাবগঞ্জ)
৮৮. প্রভাষক জি এম জাহাঙ্গীর হোসেন
আওয়ামী লীগ থেকে বেরিয়ে কামাল হোসেন এবং সিপিবি থেকে বেরিয়ে আসা সাইফুদ্দিন আহমেদ মানিকের নেতৃত্বে ১৯৯৩ সালে ২৯ আগস্ট গণফোরাম গঠিত হয়। মানিক মারা গেলে আওয়ামী যুবলীগ থেকে আসা মন্টুকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। গত বছর পঞ্চম কাউন্সিলের পর কামাল তার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে বাদ দিয়ে রেজা কিবরিয়া নির্বাচিত করার মাধ্যমে দলটির ভাঙনের সূচনা হয়। এরপর দুই অংশের মধ্যে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটে। এক বছর টানাপড়েনের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলেন মন্টুপন্থিরা।
এপি/এমএমএ/