তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের ঘটনায় ন্যাপের শোক
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাপ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠান এক শোকবার্তায় এ শোক জানায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দুই দেশের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তারা বলেন, এই ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
নেতারা আশা প্রকাশ করেন, তুরস্ক-সিরিয়ায় সরকার ও জনগণ দেশ দু’টি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে কাটিয়ে উঠতে সক্ষম হবে।
সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আগামী কয়েক ঘণ্টায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।
আরএ/