‘শান্তিপূর্ণভাবেই আন্দোলনের সফলতা ছিনিয়ে আনতে চাই’
গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আগামী দিনের সরকারবিরোধী আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা করেছি। কারণ দেশে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন প্রমাণ করে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছি, ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করছি। তবে অবশ্যই আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে। শান্তিপূর্ণভাবেই আন্দোলনের সফলতা ছিনিয়ে আনতে চাই। আমরা গৃহযুদ্ধের দিকে নেই। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, কোনো কিছুতেই পিছিয়ে যাব না।’
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং তাদের অধীনে নির্বাচনের দাবিতে সরকারবিরোধী আন্দোলন শুরু করেছি। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ১০ দফা দাবি দিয়েছি। সমমনা রাজনৈতিক দলগুলো সরকারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন করছে। তাদের কেউ কেউ জোটগতভাবে কেউ আবার দলগতভাবে যুগপৎ আন্দোলনে শরিক হয়েছেন। সেইসব রাজনৈতিক দলগুলোর সঙ্গেই আমরা বৈঠক করছি। বৈঠক করছি চলমান আন্দোলনকে কীভাবে গতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া যায়। ভবিষ্যত আন্দোলন কর্মসূচি কী হতে পারে তা নিয়ে আলোচনা করেছি। আলোচনায় আমরা ভবিষ্যৎ আন্দোলন সফল করতে একমত হয়েছি।’
এমএইচ/এসজি