বুধবার, ৫ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে সমাবেশ

এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সরকারবিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়িয়ে পর্যায়ক্রমে বৃহত্তর আন্দোলনের কথা ভাবছে বিএনপি। সে লক্ষ্যে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতারা। ধীরে চলো নীতি নিয়ে নিজেদের কর্মসূচি বাস্তবায়নে নানা কৌশলে সামনে এগুতে চায় বিএনপি।

সাংগঠনিক দুর্বলতার কারণে ইতোপূর্বে একাধিকবার দাবি আদায়ের আন্দোলনে ব্যর্থ হয় দলটি। তাই এবার নিজেদের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি ভেবে এখনই সরকারবিরোধী ‘অলআউট’ কর্মসূচিতে যেতে চাচ্ছে যাচ্ছে না  বিএনপির হাইকমান্ড। দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করে সরকার পতনের এক দফার আন্দোলনে যেতে প্রস্তুতি জোরদার করতে মাঠে নেমেছে দলটির নেতারা। শুরুতে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থা মজবুত করে পর্যায়ক্রমে আন্দোলনে নামার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির একাধিক দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।

বিএনপি নেতারা বলছেন, বিএনপি এখন ধাপে ধাপে আন্দোলনকে গতিশীল করে চূড়ান্ত রূপদানে ছক কষছে। তবে চূড়ান্ত এই আন্দোলন কীভাবে, কবে থেকে শুরু হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে পারেনি বিএনপি হাইকমান্ড। বিএনপি নেতারা মনে করছে, গণঅভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন সম্ভব হবে না। তাই অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলগুলোকে কিছুটা প্রাধান্য দিয়েই মূলত বিএনপি সরকার বিরোধী আন্দোলনের একটা পটভূমি তৈরি করতে চাচ্ছে।

সেক্ষেত্রে ঢাকাসহ সারাদেশের বিভাগীয় সদরে একই দিনে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন দলের নেতারা।

বিএনপি নেতারা বলছেন, সরকার পতনের তারা এক দফা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে যাচ্ছেন। গত কয়েকদিনে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে। আগামীকাল গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করবে। 

এদিকে গত চার দিনে ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এই কর্মসূচি থেকে ঢাকা মহানগর(উত্তর-দক্ষিণ) বিএনপি ঢাকাবাসীকে সরকারবিরোধী আন্দোলনের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। শান্তিপূর্ণ পদযাত্রায় নেতা-কর্মীদের উপস্থিতি দেখে অনেকটাই উজ্জীবিত দলের কেন্দ্রীয় নেতারা।

৪ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। লক্ষ্য সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে সরকারবিরোধী আন্দোলনে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন আদায় করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘কোনো আন্দোলন একদিনে সফল হয় না। আন্দোলনের চূড়ান্ত ক্ষেত্র তৈরিতে কিছুটা সময় নিয়েই কৌশল প্রণয়নের প্রয়োজন। আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে ঐক্যেবদ্ধ আন্দোলনে নামতে হবে। চূড়ান্ত বিজয় নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে এবার আন্দোলনের নতুন ছক সাজাতে হবে। রাজপথের আন্দোলনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সম্পর্কও আরও জোরদার করতে প্রচেষ্টা চালানো হচ্ছে। কারণ চলমান আন্দোলন ব্যর্থ হলে শুধু বিএনপি নয়, সমগ্র দেশবাসীকেই মাশুল দিতে হবে।

তিনি বলেন, সরকার পতনের ১০ দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচিতেই থাকবে বিএনপি। আপাতত কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি। ধারাবাহিক কর্মসূচিতেই আন্দোলনের গতি বাড়ানো হবে। তাছাড়া আন্দোলন তো আর বলে কয়ে হয় না। আন্দোলনেই আন্দোলনের গতিপথ নির্ধারণ করে দেয় যে, সে কোনো পথে অগ্রসর হতে চায়, হবে। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের চরম ক্ষোভকে কাজে লাগাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এদিকে ৪ ফেব্রুয়ারি বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশকে সমর্থন জানিয়েছে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোও। যুগপৎ আন্দোলনে শরীক হওয়া রাজনৈতিক দলগুলো একইদিন সমাবেশ করবে বলেও ঘোষণা দিয়েছে। যদিও বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, ঢাকা পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে যেতে নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের রিহার্সেল। ৪ ফেব্রুয়ারি সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবে বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা একটি অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং মিথ্যা মামলায় কারাবন্দি সকল রাজবন্দির মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে জনমুখী কর্মসূচি দিচ্ছি। আমাদের এবারের আন্দোলন অসহিংস। অথচ সরকার আমাদের বিভাগীয় কর্মসূচিগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র-ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন করছি। অতীতের কোনো আন্দোলন বিফলে যায়নি। আন্দোলনের ইতিহাস তাই বলে এই দেশের জনগণ ‘ছাড় দেয় তবে ছেড়ে দেয় না’। আন্দোলনের মাধ্যমেই এই অনির্বাচিত সরকারকে বিদায় করা হবে। ধারাবাহিকভাবে নতুন কর্মসূচিতে মাঠে নেমে ধীরে ধীরে আন্দোলন বেগমান করা হবে। সরকার কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিলে তার দায় এই সরকারকেই নিতে হবে।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তাকে বদলি ও ৪ পুলিশ সুপার ওএসডি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এই তালিকায় সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখসহ সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, অ্যান্টি টেরোরিজম, হাইওয়ে ও শিল্পাঞ্চল পুলিশের প্রধানও রয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে সিআইডির বর্তমান প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দফতরে, পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞাকে পুলিশ সদর দফতরে, অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দফতরে, হাইওয়ে পুলিশের ডিআইজি রেজাউল করিমকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে সারদা পুলিশ একাডেমিতে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আশরাফুজ্জামানকে রংপুর পিটিসিতে, সিআইডির ডিআইজি হারুন উর রশীদ হাজারীকে শিল্পাঞ্চল পুলিশে, সারদা পুলিশ একাডেমির ডিআইজি রখফার সুলতানা খানমকে হাইওয়ে পুলিশে, রাজশাহী মহানগরীর উপ-কমিশনার সাইফুদ্দীন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার, খুলনার রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমদকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রওনক জাহানকে যশোর জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী জেলা পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমদকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত আ ফ ম আনোয়ার হোসেন খানকে পুলিশ অধিদফতরে সংযুক্ত ও কক্সবাজারের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ অধিদফতরে ও নীলফামারী জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

এই প্রজ্ঞাপনে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামঞ্জের সাবেক পুলিশ সুপারদেরকে (পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত) ওএসডি করা হয়েছে।

Header Ad
Header Ad

নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না: মির্জা আব্বাস

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার খোঁজ দেওয়ার পর বাইরে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে।

শেখ হাসিনা সম্পর্কে বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। আদালত তার আইনের নিয়মে চলে। তার দ্রুত বিচার হতে হবে। আগে কখনো কোটা আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন দল গঠন করবে বলে আমরা শুনি নাই। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অজুহাতকে জনগণ পছন্দ করছে না আমরা তা স্মরণ করিয়ে দিতে চাই।

এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মহাসচিব মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। তিনি হাসপাতালে গিয়ে ফখরুলের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।

Header Ad
Header Ad

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। গত বছর ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হারানোর পর এবার সেই প্রতিশোধ নিতে সফল হলো রোহিত শর্মার দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তার ৭৩ রানের ইনিংস এবং অ্যালেক্স ক্যারির ৬১ রানের সুবাদে ৪৯.৩ ওভারে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

ভারতীয় ইনিংস শুরুতে কিছুটা চাপে পড়লেও, বিরাট কোহলির ৮৪ রানের অনবদ্য ইনিংসে দলকে জয় এনে দেয়। কোহলি এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে তৃতীয় উইকেটে ৯১ রানের পার্টনারশিপ ভারতকে স্বস্তি দেয়। আইয়ার ৪৫ রান করে আউট হলেও কোহলি এক প্রান্তে দৃঢ়তার সাথে খেলে যান।

অক্ষর প্যাটেলও ২৭ রান করে ফিরে যাওয়ার পর, কোহলি কেএল রাহুলের সঙ্গে ৪৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। কোহলি সেঞ্চুরির পথে থাকলেও ৮৪ রান করে আউট হন। এরপর হার্দিক পান্ডিয়া ২৪ বলে ২৮ রান করে আউট হলেও, রাহুল ৪২ রানে অপরাজিত থাকেন এবং ভারতের জয় নিশ্চিত করেন।

অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচে ব্যাটিং ছিল বেশ কঠিন। তাদের ওপেনার কুপার কনোলি ৯ বলে ০ রান করে আউট হন। ট্রাভিস হেডও ৩৩ বলে ৩৯ রান করে আউট হন। স্মিথ কিছুটা লড়াই করলেও, তার আউট হওয়ার পর অস্ট্রেলিয়া কোনঠাসা হয়ে পড়ে। শেষ পর্যন্ত, ক্যারি ৫৭ বলে ৬১ রান করে অস্ট্রেলিয়াকে ২৬৪ রানের সংগ্রহে পৌঁছে দেন।

ভারতের হয়ে বোলিংয়ে শামি তিনটি উইকেট নেন, যা দলের জয়কে সহজ করে দেয়। এভাবে, ভারত প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তাকে বদলি ও ৪ পুলিশ সুপার ওএসডি
নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না: মির্জা আব্বাস
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
রাশেদকে সমন্বয়ক হিসেবে নয়, যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়েছে: রাবি উপাচার্য
স্ত্রী ও সন্তানসহ ১৭ মার্চ বাংলাদেশে আসছেন ফুটবলার হামজা চৌধুরী
অ্যাটলির ৬০০ কোটি বাজেটের সিনেমায় সালমানের পরিবর্তে আল্লু অর্জুন!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল
‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ভাইরাল হওয়া যুবদল নেতা বহিষ্কার
চোরাচালান ও জালিয়াতি করে ১৩৩ কোটি টাকা আয় করেছেন সাদিক অ্যাগ্রোর ইমরান: সিআইডি
সারা দেশে ৫ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার
নারী হাজতখানায় শ্রমিক লীগ নেতা তুফান, স্ত্রী-শাশুড়িসহ গ্রেফতার ৫
চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের বাসে তল্লাশি, ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
যুবলীগ নেতা সাদ্দাম অস্ত্রসহ গ্রেপ্তার
গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল, শর্ত জিম্মি মুক্তি ও নিরস্ত্রীকরণ
'গে অ্যাক্টিভিস্ট' অভিযোগের বিষয়ে যা বললেন তাসনিম জারা  
বিএনপি ক্ষমতায় গেলে সবাই মিলে দেশ পরিচালনা করা হবে: এ্যানী
টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ হারালেন সিএনজি চালক
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিল করলো শিক্ষা মন্ত্রণালয়
সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন!