বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ১২ দলীয় জোটের
মাত্র ১৯ দিনের ব্যবধানে সরকারের নির্বাহী আদেশে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য আবারও বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট। নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির এই মহা সংকটের মধ্যে দফায় দফায় বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি দেশকে আরও গভীর সংকটের দিকে ধাবিত করবে।
নেতারা বলেন, গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে পরিস্থিতি সামাল দিতে না পেরে জনগণের ওপর এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে। জনগণের নিকট এই অবৈধ সরকারের কোন দায়বদ্ধতা নেই। তারা দাতা সংস্থার পরামর্শক্রমে যা ইচ্ছে তাই করছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতারা অনতিবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান- ডা: মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপি চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ মুসলিম লীগ চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম।
এমএইচ/এএস