ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি আজ

রাজধানীতে বিএনপির চার দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ। শনিবার (২৮ জানুয়ারি) প্রথম দিন রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
পদযাত্রা কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা হবে। কোনো স্লোগান হবে না। বেলা ২টায় হোসেন মার্কেটের সামনে থেকে শুরু হবে। মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে। পদযাত্রা শুরুর পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন।
‘আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধীদলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে’ ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সব বিভাগীয় সদরে সমাবেশ কর্মসূচি রয়েছে। এর আগেই ঢাকা মহানগর বিএনপি চার দিনের পদযাত্রা কর্মসূচি পালন করবে।
এদিকে গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ২৬টি থানা কমিটি ঘোষণা করে। নতুন থানা কমিটিগুলোর জন্য এই পদযাত্রা কর্মসূচিই প্রথম কর্মসূচি। শান্তিপূর্ণ এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, যুগপৎ আন্দোলনকে সফল হতে গেলে সবার আগে ঢাকাকে উজ্জীবিত করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত থেকে এই ধরনের কর্মসূচি নির্ধারণ করেছে বিএনপির হাইকমান্ড। নির্দেশনা হচ্ছে, যেসব নেতা কর্মসূচিতে অংশ নেবেন না, তাদের তালিকা করা হবে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ঢাকাপ্রকাশ কে বলেন, পদযাত্রা কর্মসূচি সফল করতে দফায় দফায় বৈঠক করছেন মহানগর নেতারা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভা হয়। সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ মহানগরের অঙ্গ-সংগঠনের নেতারা পদযাত্রা কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী অংশ নেবে বলে জানান। মহানগর বিএনপি নেতারাও অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নেতা-কর্মী থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ছাড়াও কর্মসূচির বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে অবগত করা হয়েছে।
আরএ/
