৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপির বিভাগীয় সমাবেশ

আগামী ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণতন্ত্র হত্যা দিবস গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সমাবেশে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী সন্ত্রাস, দমন নিপীড়ন এর বিরুদ্ধে, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মুক্তির দাবি, বিদ্যুৎ গ্যাস জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং দশ দফা দাবি আদায়ে আগামী চার ফেব্রুয়ারি সারা দেশে সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।
ঢাকা মহানগর বিএনপি কোথায় কর্মসূচি পালন করবে সে ব্যাপারে আলোচনা সাপেক্ষে পরে জানানো হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন প্রমুখ।
এমএইচ/এমএমএ/
