হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ জানুয়ারি) রাতে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য পরিক্ষার জন্য ভর্তি হন তিনি।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩২ দিনের মাথায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
৮ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। প্রথমে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন তাকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এমএইচ/আরএ/
