মির্জা ফখরুলের সঙ্গে ১১ দলীয় জোট নেতাদের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১১ টি দলের সমন্বয়ে গড়ে উঠা জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা।
শনিবার (১৪ জানুয়ারি) বিকালে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএল'র শাহাদাত সাইফুদ্দিন আহমেদ মনি, মো. আকবর হোসেন, পিপলস লীগের অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাস, বিকল্পধারা বাংলাদেশে অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীনপ অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সাম্যবাদী দলের নূরুল ইসলাম, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দ মাইনরিটি পার্টি চেয়ারম্যান সুকৃতি মন্ডল।
২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এই জোটের ঘোষণা দেন। এ সময় জোটের শরিক অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এমএইচ/এএস