দাম না কমালে বিদ্যুৎ বিল বন্ধ করার হুঁশিয়ারি বুলুর

বিদ্যুতের দাম কমানো না হলে আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ বিল বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
শুক্রবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের আয়োজনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সম্পত্তি আদালতের আদেশে বাজেয়াপ্ত করার প্রতিবাদে মানববন্ধনে এ কথা বলেন তিনি।
সরকার আতঙ্কিত বলেই বিএনপির আন্দোলন দমন করতে চায় মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনায় আওয়ামী লীগ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেন।
তিনি বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব নেই কিন্তু বিএনপি নেতৃত্ব বিহীন নয়। কার পর কে নেতৃত্ব দেবে তা নির্ধারণ করা আছে।
সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করতে যুগপৎভাবে জনগণের রাজপথ নেমেছে দাবি করে বরকত উল্লাহ বুলু বলেন, আগামীতে ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য জনগণের সরকার হিসেবে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে।
এসএন
