মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের
ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার অনুষ্ঠানে ভেঙে পড়েছে মঞ্চ।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, মঞ্চে অতিরিক্ত মানুষ উঠার কারণে এমনটি হতে পারে। দুর্ঘটনার পর অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। এসময় নেতা-কর্মীরা গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে বাধা দেয়। অনেকের ক্যামেরা নিচে নামিয়ে দেয় তারা।
কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়ান ওবায়দুল কাদের। পায়রা-বেলুন উড়িয়ে আনন্দ র্যালির উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ এ আমরা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলাম, অনেককে হাসপাতালে যেতে হয়েছিল। আজ তো বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা।
তিনি আরও বলেন, আমি বলব, নেতাদের মঞ্চে উঠা নিয়ে, এত নেতা আমার দরকার নেই। আমাদের কর্মী দরকার। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে বেশি। এতো নেতা কেন। নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
এসজি