রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দেশে ফিরলেই গ্রেপ্তার ভিপি নুর!

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর বিরুদ্ধে একটি বিদেশী গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সরকারের অগোচরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই এমন একটি দেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের কারণে দেশে ফেরা মাত্র নূরকে গ্রেপ্তার করা হবে।

তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হবে। ভিপি নূর বর্তমানে সৌদি আরবে রয়েছেন। তার আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানেই তিনি একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে ভিপি নূরের এমন তৎপরতায় গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকেও নজরদারীতে রাখা হয়েছে বলে জানা গেছে। বুধবার (৪ জানুয়ারী) রাতে র‌্যাব পুলিশসহ আইশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ওপেনলি ভিপি নূরু মধ্যপ্রাচ্যভিত্তিক একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে। যা তিনি করতে পারে না, কারণ ওই দেশের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

গোয়েন্দা তথ্য বলছে, মোসাদ-এর সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের পর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এটা নিয়ে চলে ব্যাপক তোলপাড়। ছবিটি পর্যালোচনা করে এটি এডিট নয় বলেও মতামত দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ টিম।

এ ব্যাপারে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খোঁজ খবর রাখছি। আমাদের বিশেষ টিম বিষয়টি নিয়ে কাজ করছে।

এদিকে নূর বিদেশে অবস্থানরত অবস্থায় দেশের গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেন। তিনি দাবি করেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থার একজন সদস্যের সঙ্গে আমাদের মিটিং বা সভা করার কোনো প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোসাদ-এর সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন নুরুল হক। মেন্দি এন সাফাদি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিরও সদস্য। গত ২৮ ডিসেম্বর দুবাইয়ে ডাকসুর সাবেক ভিপি নূর তার সঙ্গে বৈঠক করেন।

ওই সূত্রটি জানায়, সোমবার রাতে ফেসবুকে বিভিন্ন আইডি এবং পেজ থেকে তাদের দুই জনের একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, একটি রেস্টুরেন্টের সামনে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক। এর আগে ২০১৬ সালে মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বৈঠকের ছবি প্রকাশ পেলে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে বিএনপির ওই নেতার বিরুদ্ধে মামলা হলে তিনি গ্রেপ্তারও হন।

জানা যায়, সম্প্রতি নুরুল হক নূর কাতার যান। সেখান থেকে তিনি দুবাই যান। সেখানে তিনি দেশ থেকে ব্যাংকের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠকও করেন। এরপর ফেসবুক লাইভে এসে নানা ধরনের উসকানিমূলক কথা বলেন। সম্প্রতি তিনি দুবাই থেকে সৌদি আরব যান। সেখানে তিনি ওমরাহ পালন করেন। এরই মধ্যে মেন্দি এন সাফাদির সঙ্গে তার ছবি প্রকাশ পায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, ছড়িয়ে পড়া ছবি নিয়ে ব্যাপকভাবে অনুসন্ধান করা হচ্ছে। এ ছবিটি এডিট করা হয়েছে কিনা জানতে ফটোগ্রাফি বিভাগে দীর্ঘদিন কাজ করা বিশেষজ্ঞ এবং সাইবার ক্রাইমে কাজ করা একাধিক কর্মকর্তা তা পরীক্ষা নিরীক্ষা করেন। ছবিটির সিমিলার ইমেজ, রিভার্স ইমেজ সার্চ থেকে শুরু করে ওয়েব্যাক মেশিনেও চেক করা হয়।

এ বিষয়ে ফটোগ্রাফি বিভাগ থেকে চারটি পয়েন্ট উল্লেখ করা হয়। যার প্রথমটি হলো 'সাবজেক্ট এজ' সাধারণ অর্থে বললে, যেই ব্যক্তির ছবি প্রতিস্থাপন করা হয়েছে তার শরীরের বাহিরের বর্ডার লাইনের সঙ্গে ব্যাকগ্রাউন্ড ছবি পিক্সেল পারফেক্ট হবে না। এ ক্ষেত্রে লক্ষণীয় হলো চুল। সেটা পুরোপুরি মিলে যাচ্ছে। যা প্রমাণ করে এই ছবিটি এডিট করা নয়।

অপর বিষয়টি হলো সূর্যের আলো। ছবিটিতে বামপাশ থেকে সূর্যের আলো প্রথমে মেন্দি এন সাফাদির গায়ে পড়েছে এবং এই ব্যক্তির শরীরের ছায়া স্পষ্টভাবে পড়েছে নূরের শরীরে যা আসলে এডিট করে বসানো সম্ভব নয়। এমনকি নূরের পায়ের জুতাটিতেও ছিল সূর্যের ছটা। অর্থাৎ এভাবে ছবির আলো এডিট করা সম্ভব নয়।

তৃতীয় বিষয়ে বলা হয়েছে, তাদের উভয়ের দাঁড়ানোর ভঙ্গি। এ ক্ষেত্রে ছবিটিতে স্পষ্ট বোঝা যায়, উভয়ে দাঁড়িয়েছে পাশে কাউকে রেখে। ধরে নেওয়া হোক এটি এডিট করা ছবি।

সেক্ষেত্রে নূরকে যদি অন্যকারো ছবির ওপর প্রতিস্থাপন করা হয়, তাহলে এটি অসম্ভব যে একই দৈর্ঘ্য, প্রস্থ এবং ভঙ্গিমায় হুবহু আরেক ছবি মিলবে যা এভাবে শতভাগ মিলে যাবে।

সর্বশেষ পয়েন্টে বলা হয়েছে, তাদের উভয়ের দৃষ্টিকে। ছবিটি জুম করলে বোঝা যায়, উভয়ে একই ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কিন্তু এডিট করা ছবিতে যত বেশি জুম করা হবে ততই তাদের তাকানোর পার্থক্য বোঝা যাওয়া উচিত। এখানে সেটি হচ্ছে না।

সূত্র জানায়, সম্প্রতি নূরের তোলা ছবিগুলোতেই এই শার্ট পরা অবস্থায় তাকে দেখা গেছে। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, তার জুতো এবং শার্ট এক। কিন্তু এ ধরনের ভঙ্গিমায় দাঁড়ানো ও এই পোশাক পরা নূরের কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। ফলে এই ছবিটি প্রকৃত ছবি। এডিট করা নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, ছবিটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইং এটি নিয়ে কাজ শুরু করে। সম্প্রতি তার বিদেশে অবস্থান, চলাচল এবং সর্বশেষ মোসাদের এ এজেন্টের সঙ্গে ছবি নিয়ে দেশের বাইরেও খোঁজ খবর নেওয়া শুরু করেন। ছবিটি এডিট নয় এমন সত্যতা পাবার পর থেকে বিষয়টি নিয়ে গভীর কাজ করছেন গোয়েন্দারা।

কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে বিমানবন্দরে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনাও পাঠানো হয়েছে। তিনি দেশে আসা মাত্রই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের মুখে পড়বেন। তিনি যেহেতু এখনো দেশে আসেননি সেহেতু গোয়েন্দা বিভাগের একাধিক টিম গণঅধিকার পরিষদের একাধিক নেতার ওপর নজরদারী শুরু করেছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এম হাফিজ আক্তার বলেন, আমরা বিষয়টি জেনেছি। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে এ বিষয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ভিপি নূরের সঙ্গে সাংবাদিকদের টেলিফোনে কথা হয়।

তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এই দেশটির বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। ইসরাইলি গোয়েন্দা সংস্থার একজন সদস্যের সঙ্গে আমাদের মিটিং বা সভা করার কোনো প্রয়োজন নেই। এটি একটি বিভ্রান্তিকর সংবাদ। গণঅধিকার পরিষদ সরকারের বিরুদ্ধে গোপন কোনো ষড়যন্ত্রে লিপ্ত নয়। আমরা প্রকাশ্যেই সরকার পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি। আওয়ামী লীগের সাইবার টিমের সদস্যরা এই ছবিটি এডিট করে বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত।

র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি।

এ বিষয়ে বুধবার (৪ জানুয়ারী) ভিপি নুরুল হক নূরের কাছে বৈঠকের বিষয়টি জানতে চাইলে তিনি বার বার ফোনটি কেটে দেন। তাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।

এনএইচবি/

 

Header Ad
Header Ad

বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

চলমান বিসিএস পরীক্ষাগুলোর নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার (৬ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শতাধিক চাকরিপ্রার্থী। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি অভিমুখে সকাল ১০টায় তারা লংমার্চ করে মূল ফটকের সামনে জড়ো হন।

চাকরিপ্রার্থীরা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন পোস্টার-ব্যানার প্রদর্শন করেন এবং “জুলাইয়ের অঙ্গীকার, বিসিএস-এর সংস্কার” শীর্ষক ব্যানারে নিজেদের আন্দোলনের মূল বক্তব্য তুলে ধরেন। তারা দাবি জানান, চলমান ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সব চলমান বিসিএস পরীক্ষার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।

দুপুর ১টা পর্যন্ত চাকরিপ্রার্থীদের পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়। তারা জানান, দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার কারণে বিসিএস প্রক্রিয়ায় অংশ নেওয়া হাজার হাজার তরুণ-তরুণীর মধ্যে হতাশা বাড়ছে।

চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বিলম্ব শিক্ষিত তরুণদের ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলছে। তাই অবিলম্বে পরীক্ষাগুলোর সময়সূচি ও ফল প্রকাশের নির্ধারিত কাঠামো প্রকাশের জন্য পিএসসির প্রতি আহ্বান জানান তারা।

পিএসসি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

Header Ad
Header Ad

নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বুধবার, কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটের বিশ্বকাপ ২০২৫-এর জন্য বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী বুধবার, ৯ এপ্রিল, পাকিস্তানের মাটিতে। এই বাছাইপর্বে অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, যারা এখন পাকিস্তানে অবস্থান করছে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং বাংলাদেশ—এই ছয় দল নিয়ে ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হবে বাছাইয়ের লড়াই।

বিশ্বকাপের মূল পর্বে ইতোমধ্যে স্থান নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। তবে, বাছাইপর্ব থেকে আর দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে।

পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম এবং লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে হবে ১৫টি ম্যাচ। এই বাছাইপর্বে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক পাকিস্তান। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছিল। এখন তাদের লক্ষ্য, বাছাইপর্বে টিকে থেকে শীর্ষ দুইতে জায়গা করে নেওয়া।

বাংলাদেশের দল প্রথম ম্যাচে ১০ এপ্রিল থাইল্যান্ডের মুখোমুখি হবে, পরের ম্যাচ হবে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নারী দলের কোচ হাশান তিলাকারাতে্নর বিদায়ের পর নতুন কোচ সরওয়ার ইমরানের অধীনে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা। বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিশেষত ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দলের বিপক্ষে, কিন্তু সম্ভাবনা একেবারে শেষ নয়।

এখনো অনেক কিছুই নির্ভর করছে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্সের ওপর। বাছাইপর্বে ভালো ফল লাভ করলে তারা নিশ্চিত করতে পারবে ২০২৫ বিশ্বকাপে নিজেদের জায়গা।

Header Ad
Header Ad

কাল হোয়াইট হাউজে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ওয়াশিংটনে বৈঠকে বসছেন। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বৈঠকে শুল্ক নীতি, গাজা পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইসরায়েলি আমদানির ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি করেছে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি, সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ইরানের পারমাণবিক হুমকি নিয়েও রয়েছে গভীর উদ্বেগ।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি গাজা থেকে জিম্মি মুক্তি, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানের কার্যক্রম এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ মোকাবিলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এ প্রেক্ষাপটেও বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এছাড়া, সম্প্রতি বিশ্বের একাধিক দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই পটভূমিতে নেতানিয়াহু হতে যাচ্ছেন হোয়াইট হাউজ সফরকারী প্রথম বিদেশি নেতা। ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, তিনি শিগগিরই নেতানিয়াহুর সফর আশা করছেন।

বৈঠকটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল। বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমে ওয়াশিংটন-তেলআবিব সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি
নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বুধবার, কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
কাল হোয়াইট হাউজে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
এরদোগানের দলে যোগ দিয়ে তুরস্কের রাজনীতিতে ওজিল
টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা
ভারতের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের আপত্তির মূল কারণ কী
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস