কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপির জেলা সমাবেশ
বুধবার চাঁদপুরে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ। ছবি: সংগ্রহ
করোনাভাইরাস প্রতিরোধে জারি করা বিধি-নিষেধের মধ্যে বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে নাকি স্থগিত হবে এ ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত দেওয়া হয়নি। অনিশ্চয়তা সত্ত্বেও সমাবেশ কর্মসূচির প্রস্তুতি অব্যাহত রেখেছেন মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ২য় ধাপের ১ম দিন বুধবার (১২ জানুয়ারি) ৭টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ জানুয়ারি আরও ৭ জেলায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলাগুলো হলো, নীলফামারী, ফেনী, নওগাঁ , কুষ্টিয়া, বরগুনা, শেরপুর ও বাগেরহাট।
দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এই বিধি-নিষেধের কারণে সভা-সমাবেশ করা যাবে না। বিএনপি এই বিধি-নিষেধ আরোপের সমালোচনা করেছে।
বিধি-নিষেধের মধ্যে সমাবেশ কর্মসূচি পালন করা হবে কিনা জানতে চাইলে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক ঢাকাপ্রকাশকে বলেন, ‘এখন পর্যন্ত সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত আছে। দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠক আছে, সেখানে সমাবেশ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে এখন পর্যন্ত আমরা সমাবেশ কর্মসূচি পালনের ব্যাপারে কমিটেড।’
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি নওগাঁ বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। বিধি-নিষেধের মধ্যে সমাবেশ করবেন কিনা জানতে চাইলে বুধবার রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকাপ্রকাশকে বলেন, ‘দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠক চলছে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
এমএইচ/এপি/