গণপরিবহনের ভাড়া বৃদ্ধির পায়তারা বন্ধ করুন: বাংলাদেশ ন্যাপ
করোনায় সরকারি বিধিনিষেধকে কারণ হিসেবে চিহ্নিত করে গণপরিবহনের ভাড়া বাড়ানোর পায়তারা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
বুধবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জেবেল রহমান গানি ও এম গোলাম মোস্তফা ভূইয়া এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়ার অযুহাতে বাসভাড়া দ্বিগুণ হলো। এখন আবার নতুন করে করোনার অযুহাত তুলে গণপরিবহনে অর্ধেক যাত্রীর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে আবারও দ্বিগুণ ভাড়ার কবলে পড়তে যাচ্ছে দেশের জনগণ। এরই মধ্যে জানা গেছে আবারও বিদ্যুৎ-গ্যাসের বাড়াচ্ছে সরকার। অর্থাৎ আবারও গণপরিবহন থেকে শুরু করে সমস্ত পণ্যের দাম হুহু করে বেড়ে যাবে। সরকারি নির্দেশনায় গণপরিবহনে অর্ধেক যাত্রীর হুকুম দেওয়া হলেও একই দেশে বিমানের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় কেন?
বিবৃতিতে আরও বলা হয়, 'অর্ধেক যাত্রীর নির্দেশনায় দ্বিগুণ ভাড়ার ছোবলে পড়বে গরিব জনগণ। করোনার মূল্য চুকাতে হবে শুধুই গরিবের বাহনকে। এটা সরাসরি রাষ্ট্রীয় বৈষম্য। আইনের দৃষ্টিতে সমতার নীতির পরিপন্থী। করোনার অযুহাতে যাত্রীদের জিম্মি করে বাস ভাড়া বাড়ানো মানবাধিকারের পরিপন্থী ও চরম বৈষম্যমূলক।’
তারা বলেন, 'বেশির ভাগ বাসমালিকই প্রভাবশালী শ্রমিক নেতা। সরকারের নীতিনির্ধারক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও বেনামীতে এগুলোর মালিক। এরা সবাই আইন-কানুন ও সব কিছুর ঊর্ধ্বে। তাই সুযোগ পেলেই এরা গরিবের পকেট কেটে রাজডাকাতি করায় সর্বদা প্রস্তুত।'
বিবৃতি আরো বলা হয়, 'করোনার সংকটে পৃথিবীর দেশে দেশে গণপরিবহনে যাত্রী কমেছে। অর্ধেক আসনে যাত্রীবহন করলেও প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন প্রদেশসহ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে গণপরিবহনে ভাড়া বাড়ানো হয়নি।'
এমএইচ/এসএন