বিজয় দিবসে ইসলামী আন্দোলনের পতাকা র্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য পতাকা র্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে ও মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এই পতাকা মিছিল হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পতাকা মিছিল শুরু হয়ে শান্তিনগর হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলটির নেতা-কর্মীরা বক্তব্য দেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এমএইচ/এসজি
