বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিএনপির কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কর্মসূচির কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ বলেন, আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির সিনিয়র নেতারা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল ৮টার দিকে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দুপুর ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিন সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও মোনাজাত করা হবে।
একইদিন দুপুর ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এমএইচ/এসজি
