মির্জা আব্বাসের বাসায় খন্দকার মোশাররফ

কারান্তরীণ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শাহজাহানপুরস্থ বাসায় যান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার (১১ ডিসেম্বর) রাতে তিনি মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসের সঙ্গে দেখা করে তার পরিবারের সদস্যদের এবং কারাবন্দি মির্জা আব্বাসের খোঁজ-খবর নেন।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীব, ড. খন্দকার মারুফ হোসেন, চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, মির্জা আব্বাসের দুই ছেলে ভাসন ও আযান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৯ ডিসেম্বর মধ্যরাতে নিজ বাসভবন থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়।
এমএইচ/এসআইএইচ
