রিজভীর বাসায় টুকু

কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি রিজভীর আদাবরের বাসায় গিয়ে তার সহধর্মিণী আরজুমান আরা বেগমের সঙ্গে কথা বলেন।
এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু রহুল কবির রিজভীর সহধর্মিণীকে সাহস দিয়ে বলেন, কোনো ভয় পাবেন না, রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়। যেকোনো পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার পরিবারের পাশে আছে বলেও জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এসময় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৭ ডিসেম্বর নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।
এমএইচ/এসজি
