রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নয়া পল্টনে পুলিশি হামলার নিন্দা ২০ দলের

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিনা উস্কানিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

তারা বলেন, ১০ তারিখে বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উপস্থিতি অতি সাধারণ ও স্বাভাবিক বিষয় ছিল। সেখানে অতর্কিত পুলিশি অভিযান, লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও গুলি চালানোর মতো বর্বোরোচিত আক্রমণ দেশবাসী ও বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে।

এ ঘটনায় একজন নিহত, অসংখ্য আহত ও চার শতাধিক নেতা-কর্মীকে দলীয় কার্যালয়ের ভেতর থেকে টেনে-হিঁচড়ে বের করে গ্রেপ্তার করা একটি সভ্য ও গণতান্ত্রিক দেশের নিয়ম-বিধির সম্পূর্ণ পরিপন্থী।

এই নেতারা এই ঘটনাকে সমাবেশ বানচাল করার ঘৃণ্য ষড়যন্ত্রের একটি অংশ উল্লেখ করে বলেন, যে সরকার বিরোধী দলের একটি সাধারণ সমাবেশ অনুষ্ঠান মেনে নিতে পারে না, সেই সরকারকে ক্ষমতায় রেখে কীভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব সেটাই বিবেচ্য বিষয়। সরকারের অসহিষ্ণু মনোভাব ও আক্রমণাত্মক আচরণই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যৌক্তিকতা প্রমাণ করে।

তারা অবিলম্বে বিএনপির সব নেতা-কর্মীদের মুক্তি এবং ১০ তারিখে নয়া পল্টনে বিএনপির সমাবেশ করার সিদ্ধান্ত সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান।

বিবৃতি দাতারা হলেন, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

এসএন

Header Ad
Header Ad

গাজার গণহত্যার বিরুদ্ধে সোমবার দেশবাসীকে রাজপথে নামার আহ্বান সারজিসের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সারাদেশে একযোগে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক ব্যানারের নয়, এটি ‘বাংলাদেশ’ নামক ব্যানারে মানবতার পক্ষ থেকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি।

রোববার (৬ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জনতাকে রাজপথে নামার আহ্বান জানান।

ফেসবুকে তিনি লেখেন, আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল-মত নির্বিশেষে সারাদেশের ছাত্রজনতা একসাথে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

তিনি আরও লেখেন, আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারব না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে। এনসিপি, বিএনপি-জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে "বাংলাদেশ" ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি।

‘প্রত্যেক জেলায় ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার মজলুম মানুষের পক্ষে হোক।’

Header Ad
Header Ad

ইতিহাস সৃষ্টি করে মার্চে এলো ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

প্রবাসী আয়ের ইতিহাস সৃষ্টি হয়েছে সদ্য গত হওয়া মার্চ মাসে। এই মাসের ৩১ দিনে রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি বা ৩.২৯ বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সে হিসেবে প্রতিদিন প্রায় ১১ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। ইতোপূর্বে এত রেমিট্যান্স প্রবাহ আর কখনো দেখা যায়নি।

রোববার (৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য জানিয়েছে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ থেকে অর্থপাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্যও। অন্যদিকে, খোলা বাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আরও বেশি বেড়েছে রেমিট্যান্স আসার গতি।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৮ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৯০০ কোটি ডলারের বেশি। যা গত ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ৮ মাসে ছিল এক হাজার ৪৯৪ কোটি ডলার। সে হিসেবে গত অর্থবছরের প্রথম ৮ মাসের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৪০০ কোটি ডলার।

এর আগে গত ডিসেম্বরে দেশের ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে। আর এ নিয়ে অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা ৮ মাস দুই বিলিয়ন ডলার অতিক্রম করে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

২০২০ সালে করোনাকালে জুলাই মাসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙে ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে। ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৬৪ কোটি ডলার। এবার মার্চ মাসে সেই রেকর্ড অতিক্রম করে নতুন ইতিহাস তৈরি হলো।

Header Ad
Header Ad

দুদকের সাবেক অ্যাম্বাসেডর থেকে আসামি হতে যাচ্ছেন সাকিব!

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

এক সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এখন দুদকের আসামির তালিকায় আসতে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ‘অনিয়ম এবং দুর্নীতির’ অভিযোগের তদন্ত চলছে, যা এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে।

রোববার (৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, "আমাদের আশঙ্কা, সাকিব দুদকের আসামি হতে পারেন, তবে বিষয়টি এখনো তদন্তাধীন। অনুসন্ধানের পর বিস্তারিত জানানো যাবে।"

২০১৮ সালে সাকিব আল হাসানকে দুদক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছিল। এ ছাড়াও তিনি হটলাইন-১০৬ উদ্বোধন অনুষ্ঠানে দুদকের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু ২০২২ সালে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে তাকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না রাখার সিদ্ধান্ত নেয় দুদক।

সাকিব আল হাসান ২০১৮ সালে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। এরপর সাকিবের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে, ২০২২ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মিলহানুর রহমান নাওমী তার বিরুদ্ধে দুদকে আবেদন করেন।

এ আবেদনে সাকিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে- যেমন শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা, স্বর্ণ চোরাচালানে জড়িত থাকা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করা।

এছাড়া, সাকিবের ব্যাংক হিসাব গত বছর ৮ নভেম্বর জব্দ করার কথা জানিয়েছিল আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। আরও গুরুতর বিষয় হলো, গত ৫ আগস্ট ঢাকার আদাবরে এক গুলিবিদ্ধ পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাকিবকে আসামি করা হয়েছে, এবং জাতীয় দলের বাইরে রাখার জন্য আইনি নোটিশও পাঠানো হয়েছে।

এদিকে, সাকিবের বিরুদ্ধে চলমান তদন্ত ও অভিযুক্ত নানা কেলেঙ্কারির মধ্যে, তার ভবিষ্যত কী হবে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজার গণহত্যার বিরুদ্ধে সোমবার দেশবাসীকে রাজপথে নামার আহ্বান সারজিসের
ইতিহাস সৃষ্টি করে মার্চে এলো ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স
দুদকের সাবেক অ্যাম্বাসেডর থেকে আসামি হতে যাচ্ছেন সাকিব!
গাজায় ইসরায়েলি মিসাইলের আঘাতে মরদেহ উড়ছে আকাশে! (ভিডিও)
মা হারালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ
‘দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ পদত্যাগ করেছেন’
মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে
বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি
নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বুধবার, কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
কাল হোয়াইট হাউজে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
এরদোগানের দলে যোগ দিয়ে তুরস্কের রাজনীতিতে ওজিল
টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা
ভারতের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের আপত্তির মূল কারণ কী
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা