সরকার সর্বনাশা প্রতিশোধে মেতে উঠেছে: ফখরুল
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গ্রেপ্তার ভয় পাই না, গ্রেপ্তার অভ্যাস হয়ে গেছে। গ্রেপ্তার করে কী করবেন?
তিনি বলেন, ‘সরকারের নানা বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমরা বিভাগীয় পর্যায়ে নয়টি গণসমাবেশ করেছি আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব। সমাবেশকে কেন্দ্র করে নাশকতা করছে জঙ্গিবাদ করছে সরকার। বিএনপি কখনো নাশকতা করে নাই। যতবার আন্দোলন করেছি, প্রতিটি আন্দোলন ছিল গণতান্ত্রিক। যতবার ক্ষমতায় এসেছি প্রত্যেকবারই নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছি। বরং যা কিছু খারাপ কাজ আপনারা করছেন, তা দয়া করে বন্ধ করুন।’
রবিবার (৪ ডিসেম্বর) নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘ঢাকায় সমাবেশ সফল ও শান্তিপূর্ণ সমাবেশ হবে অযথা ভিন্ন প্রভাবিত করে অস্থিরতা সৃষ্টি করবেন না। যদি কোনো প্রকার অস্থিরতা সৃষ্টি হয় এর দায়ভার সরকারকে নিতে হবে। যেহেতু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কথাবার্তায় সংঘাত ময় উপরিবেশ সৃষ্টির উসকানি দেওয়া হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার জঙ্গিবাদের কথা বলে বাংলাদেশের জঙ্গি তৈরি করতে চায়। অগ্নি সন্ত্রাসের কথা বলে তারা অগ্নি সন্ত্রাসের মাধ্যমে ত্রাসের রাজত্ব পাকাপোক্ত করতে চায়। আগামী ১০ ডিসেম্বর বিএনপির উদ্যোগে ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সরকার এক সর্বনাশা প্রতিশোধে মেতে উঠেছে।’
সমাবেশকে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য একের পর এক চক্রান্তজাল বিস্তার করে চলেছে। আওয়ামী সরকারের হাতে কখনোই গণতন্ত্র সুরক্ষিত থাকেনি। এদের ইতিহাস ঐতিহ্যে রয়েছে গণতন্ত্রের বিনাশ ঘটিয়ে কর্তৃত্ববাদী শাসনের উত্থান, যোগ করেন তিনি।
সরকারের চক্রান্ত থেমে নেই মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘ঢাকাসহ সারাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে সরকার। সরকারের মন্ত্রী এমপিদের কথাবার্তা উসকানি।
খেলা হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে অরাজনৈতিক বক্তব্য বলে আখ্যা দিয়েছেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘খেলা হবে-এটা কোনো রাজনৈতিক ভাষা নয়। কিসের খেলা হবে? এখন তো দেশের মানুষকে বাঁচাতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় করতে সবাই জেগে উঠছে। খেলা হবে রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তা ছাড়া, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার যে ধরনের কথা বলছে, তা দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং গণবিরোধী।’
মানুষের সম্মিলিত ইচ্ছার কাছে স্বৈরাচারী ইচ্ছা সবসময় পরাজিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের সমাবেশও অভূতপূর্ব, শান্তিপূর্ণ ও বিপুল সমাগমে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ।
মিথ্যা মামলায় ফারমাইশি রায় সাজা দিয়ে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় প্রতিনিয়ত প্রাণনাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে এ সময় খালেদা জিয়ার বাসভবনের সামনে বালু ট্রাকের মতো চেকপোস্ট চালু করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতিসত্বর এগুলো প্রত্যাহার করার জোর দাবি জানান মির্জা ফখরুল।
এমএমএ/