সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিএনপির রাজনীতিতে নি‌ষ্ক্রিয় কেন খোকন?

বিগত দিনে আন্দোলন সংগ্রামে সষ্ক্রিয় থাকলেও সম্প্রতি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবির আন্দোলনে দলটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে দেখা যাচ্ছে না। দলের অন্য সব যুগ্ম-মহাসচিব ঘোষিত সমাবেশ কর্মসূচি পালন টিমের নেতৃত্বে থাকলেও কোথাও নেই ৯০ দশকের ছাত্রনেতা, ডাকসুর সা‌বেক নির্বা‌চিত জিএস খোকন।

গুঞ্জন উঠেছে-তাহলে কী এবার দায়িত্ব হারানোর তালিকায় তিনিও যুক্ত হচ্ছেন ।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়-চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের মধ্যে রয়েছে গভীর সুসম্পর্ক। একই প্যানেল থেকে ডাকসু’র ভিপি-জিএস নির্বাচিত হয়েছিলেন তারা। দুজনের মধ্যে বোঝাপড়াটা এখনো বেশ ভালো। দুই নেতার এই সুসম্পর্কই সাবেক ছাত্রনেতা খোকনের ভবিষ্যত রাজনীতিকে অনেকটা শঙ্কার মধ্যে ফেলেছে। কারণ, নেতৃ‌ত্বের প্র‌তি‌যো‌গিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আমান উল্লাহ আমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মধ্যে রয়েছে বৈরিতার সম্পর্ক ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যুগ্ম-মহাসচিব খায়রুল কবির।

আমান দীর্ঘদিন দলের চেয়ারপারসনেরর উপদেষ্টা পদে ছিলেন। দলে তেমন গুরুত্ব পাচ্ছিলেন না। কিন্তু গত বছরের ২ আগস্ট ঢাকা মহানগর উত্তর বিএন‌পির আহবায়ক হিসেবে দা‌য়িত্বে আসার পর থে‌কে তিনি আবার দলীয় রাজনীতির সামনে চলে এসেছেন। এখন তিনি রাজধানীর কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাছেন। কিন্তু এই অবস্থায়ও তার রাজনীতির অন্যতম সহযোগী খায়রুল কবির খোকনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও সক্রিয় দেখা যাচ্ছে ডাকসুর আমান-খোকন প্যানেলের এজিএস নাজিম উদ্দিন আলমকে। এ ছাড়া আরও অনেক নেতা আবার সক্রিয় হয়ে উঠেছেন, যারা দলের অনেক দিন থেকে কোণঠাসা অবস্থায় ছিলেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপি সারা দেশের বিভাগীয় ও জেলা সদরে প্রথম দফায় যে ৩২টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। সেই দায়িত্বপ্রাপ্তদের তালিকায় ছিলেন না খায়রুল কবির খোকন। তার ধারাবাহিকতায় ৩৯টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হলেও সেখানেও দায়িত্বপ্রাপ্তদের তালিকায় তার নাম নেই। এমনকি গত ২৬ ডিসেম্বর নরসিংদীর সমাবেশেও সাংগঠ‌নিক দা‌য়ি‌ত্বে ছি‌লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অথচ গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে কর্মসূচি করতে গিয়ে সরকার দল ও প্রশাসনের বাধার মুখে নরসিংদীর সদর চিনিশপুর উপজেলার দলীয় অস্থায়ী কার্যালয়ে অবরুদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে মামলার আসামিও হয়েছেন।

দলীয় সিদ্ধান্ত অনুসারে ‘এক নেতার এক পদ’ নীতি অনুসরণ করে এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের আঞ্চলিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরইমধ্যে যুগ্ম মহাসচিবদের মধ্যে অনেকেই জেলার দায়িত্বের পদ ছেড়েছেন। কেবল খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতির পদ আঁকড়ে রেখেছেন। এ নিয়ে রিজভীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন রয়েছে।

অভিযোগ রয়েছে, আমান উল্লাহ আমানের রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠাকে সহজভাবে নিতে পারছেন না দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করায় সহজেই হাইকমান্ডকে নিজের মতো করে বোঝাতে সক্ষম হচ্ছেন। ফলে তিনি যাদের পছন্দ করেন না তারা রিজভীর আক্রোশের শিকার হচ্ছেন। তিনি নিজের ইচ্ছা পূরণ ও প্রতিপক্ষকে দমনের জন্য ‘নির্দেশিত বার্তা’ হিসেবে কখনো অব্যাহতি, কখনো বহিষ্কার, আবার কখনো প্রত্যাহার করছেন।

এ বিষয়ে জানাতে চাইলে শনিবার (৮ জানুয়ারি) রাতে খায়রুল কবির খোকন ঢাকাপ্রকাশকে বলেন ‘আমান উল্লাহ আমান ও আমি এক প্যানেলে ডাকসু’র ভিপি-জিএস ছিলাম। দুইজনই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রনেতা হিসেবে রাজপথে অধিকার আদায়ে লড়াই করেছি। এখনও কর‌ছি। দুজনেই ছাত্রদল থেকে উঠে আসা। কাজেই দুজনের মধ্যে মিল থাকবে এটাই স্বাভাবিক।’

এক প্রশ্নের জবাবে সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘আমি এই মুহূর্তে আঞ্চলিক রাজনীতি নিয়ে ব্যস্ত আছি, কিছুটা ঝামেলায় আছি। তবে শারীরিকভাবে সুস্থ আছি। দলের অন্যান্য যুগ্ম-মহাসচিবরা চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবির চলমান সমাবেশ কর্মসূচিতে সাংগঠনিক টিমে দায়িত্ব পালন করছেন। কী কারণে নেই জানি না। তবে আমার সঙ্গে দলের কারও কোনো বৈরি সম্পর্ক নেই।’

এ‌ বিষ‌য়ে যোগা‌যোগ করা হ‌লে বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব ঢাকাপ্রকাশ‌কে ব‌লেন, ‘এসব কথাবার্তা মুখ‌রোচক‌দের। যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন অত্যন্ত ভদ্র ছে‌লে। সে ৯০ দশ‌কের ছাত্র‌নেতা। গণতা‌ন্ত্রিক আ‌ন্দোলন সংগ্রা‌মে তার অ‌নেক ভূ‌মিকা র‌য়ে‌ছে। আমার স‌ঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভা‌লো।’

এক প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, ‘সে (খায়রুল ক‌বির) যে‌হেতু এক‌টি জেলার সভাপ‌তির দা‌য়ি‌ত্বে আ‌ছে তাই হয়‌তো সমা‌বেশ কর্মসূ‌চির সাংগঠ‌নিক টি‌মে সেভা‌বে রাখা হয়‌নি। তা ছাড়া আ‌মিই তো দ‌লের নী‌তি‌নির্ধারণী কেউ নই, এরজন্য দ‌লের নী‌তি‌নির্ধারণী ফোরাম আ‌ছে। ত‌বে সে তো কাজ ক‌রে যা‌চ্ছে।’

এপি/এমএমএ/

Header Ad
Header Ad

সাদা পোশাকে সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস

নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

নতুন এক ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের ইতিহাসে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক পা রাখলেন নতুন এক উচ্চতায়!

শুরু হয়েছে প্রথমবারের মতো নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএল ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে জ্যোতি পেয়ে গেলেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোর। ১৫৩ রানে থামলেন তিনি। গড়লেন রেকর্ড।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) জ্যোতির ইনিংসে ছিল ২০টি চার, ২ ছক্কা। মোট ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত। বাংলাদেশ ক্রিকেটে নারীদের প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান এই তারকা ব্যাটার। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা জ্যোতি আজ সোমবার পা রাখেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোরে।

তার ব্যাটেই আজ বড় লিড মধ্যাঞ্চলের। ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন ফারজানা হক পিঙ্কি। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট।

এরপর নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তারের জোড়া ফিফটিতে দারুণ শুরু করে মধ্যাঞ্চল। তারপরই জ্যোতির সেঞ্চুরি। ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। তবে দিনটা হয়ে থাকল জ্যোতিরই।

বাংলাদেশ পুরুষ ক্রিকেটে প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরির রেকর্ড আল শাহরিয়ার রোকনের। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরি তুলে নেন তিনি।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ৩ জন নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ৩ জন নিহত। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও সিএনজি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বেড়বাড়ী, ৯ টার দিকে সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং ১০টায় কুতুবপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মামুন, মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে জয়েন উদ্দিন (৭০) এবং কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর (৪৫)

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মামুন ভালুকা থেকে বাড়ি ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে বৃদ্ধ জয়েন উদ্দিন নিহত হন। অন্যদিকে, উপজেলার জোড়দীঘি এলাকায় মাছের জন্য বাজারে যাওয়ার পথে সিএনজি চাপায় মাছ ব্যবসায়ী আবু বকর নিহত হন।

এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Header Ad
Header Ad

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে কূটনৈতিক চিঠি

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা।

সোমবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হবে- জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাদা পোশাকে সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস
টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ৩ জন নিহত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে কূটনৈতিক চিঠি
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব: আসিফ নজরুল
পপ তারকা ম্যাডোনার সঙ্গে পোপ ফ্রান্সিসের ডিপফেক ছবি ভাইরাল
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
দেশে ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার- বিবিএস’র জরিপ
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রী-সন্তানসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্তা, ভিডিও ভাইরাল
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ যুবকের
যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
গাজায় হাসপাতাল-স্কুল ও ‘সেফ জোনে’ ইসরায়েলের হামলা, নিহত ৫০
আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে
৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল
লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলা, আহত ৬