ভোর থেকে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতা-কর্মীরা
অবশেষে রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশের আয়োজনস্থলে প্রবেশ করলেন বিএনপি নেতা-কর্মীরা। শনিবার (৩ ডিসেম্বর) ভোর থেকেই রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন তারা। এর আগে নেতা-কর্মীদের সমাবেশস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি।
রাজশাহী বিভাগীয় এই সমাবেশে অংশ নিতে তিন-চার দিন আগে থেকে সমাবেশস্থল মাদ্রাসা মাঠের আশপাশের এলাকায় অবস্থান নেয় দূর-দূরান্ত থেকে আসা নেতা-কর্মীরা। তবে সমাবেশস্থলে প্রবেশের অনুমতি না মেলায় আক্ষেপ প্রকাশ করেছিলেন তারা।
বিএনপির মিডিয়া সেল জানায়, বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে বৃহস্পতিবার থেকে বন্ধ আছে বাস চলাচল। শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল থেকে দুই দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় তিন চাকার সিএনজিচালিত অটোরিক্সাও। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েন বিএনপি নেতা-কর্মীরাসহ সাধারণ যাত্রীরা। সমাবেশকে কেন্দ্র করে পায়ে হেঁটে, মোটরসাইকেল ও প্রাইভেটকারের বহর নিয়ে মাদ্রাসা মাঠে আসেন নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, নিত্য পণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের প্রত্যেক বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর রাজশাহীতে সংগঠনটির নবম বিভাগীয় গণসমাবেশ। আর এ সমাবেশে যোগ দিতে শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে রাজশাহী পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা।
এসআইএইচ