আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতা-কর্মীদের ঢল
পরিবহন ধর্মঘট আমলে না নিয়ে সিলেট বিভাগীয় গণসমাবেশে বিএনপি নেতা-কর্মীদের ঢল। নৌকা, ট্রেন, মোটরসাইকেল, অটোরিকশা এমনকি পায়ে হেঁটে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা।
শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে শনিবারের গণসমাবেশকে ঘিরে শুক্রবার (১৮ নভেম্বর) রাতেই সিলেটে পৌঁছে সমাবেশস্থলে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সেখানে অবস্থানরত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে ২০১৩ সালের অক্টোবরে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক দশক পর আজ একই স্থানে, প্রায় একই প্রেক্ষাপটে বিএনপির গণসমাবেশ। যেখানে মূল দাবি-নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন।
অপরদিকে শুক্রবার সকাল থেকে বিভাগের তিন জেলায় চলছে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সমাবেশকে কেন্দ্র করে কিছুটা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন জেলা থেকে আসার পথে কিছু জায়গায় নেতা-কর্মীদের বাধা দেওয়া হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এমএইচ/এসআইএইচ