‘সমাবেশের অনুমতি নিয়ে বাড়াবাড়ি করলে কী হবে জানি না’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ‘আমরা ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চেয়েছি, যুদ্ধ কিংবা মারামারি করতে চাই নাই। ভালোই ভালোই অনুমতি দিয়ে দেন। কিন্তু ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে যদি বাড়াবাড়ি হয় তাহলে এই ঢাকায় কী হবে জানি না। আমরা নয়াপল্টনেই সমাবেশ করতে চাই। কয়েকদিন আগে যুবলীগ ঢাকায় সমাবেশ করেছে আমরা কি বাধা দিয়েছি? বাধা দেই নাই। আমাদের সমাবেশেও বাধা দেবেন না।’
শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কৃষক সমাবেশে এসব কথা বলেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম। জাতীয়তাবাদী কৃষক দল এই কৃষক সমাবেশের আয়োজন করেছে।
তিনি বলেন, ‘দাবি আদায়ে আওয়ামী লীগ অতীতে ১৭৩ দিন দেশব্যাপী হরতাল করেছে আমরা কিন্তু হরতাল দেই নাই। কিন্তু সামনে যে দিব না এমন তো কথা নাই। আমাদের আন্দোলন শুরু হয় নাই তাতেই আওয়ামী লীগ নেতাদের কাঁপুনি ধরেছে।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক থাকার জন্য একেকবার একেক ধরনের কথা বলছেন। এখন আবার আপনি সাধারণ সম্পাদক হওয়ার জন্য নতুন করে উদয় হইছেন। ধমক দেন, বড় বড় কথা বলছেন। আরে ভাই আমরা তো বলছি র্যাব পুলিশ বাদ দিয়ে আসো, আওয়ামী লীগকে খোঁজেও পাওয়া যাবে না।’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবদুস সালাম বলেন, ‘পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় যদি না দেন তাহলে দেশে আপনার অধীনে কোনো নির্বাচন হবে না।’
এমএইচ/এসজি