১৫ জানুয়ারি ফেনীতে বিএনপির মহাসমাবেশ
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৫ জানুয়ারি ফেনীতে জেলা বিএনপির আয়োজনে মহাসমাবেশ সফলের লক্ষ্যে ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সমাবেশের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান শামীম।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী এবং ফেনী জেলাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় মাহবুবুর রহমান শামীম বলেন, ফেনীতে ১৫ জানুয়ারি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ফেনীর মহাসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন আন্দোলন শুরু হবে। যে কোনো মূল্যে মহাসমাবেশ সফল করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
/এএন