খালেদার মুক্তি ও চিকিৎসার দাবিতে 'মানব সমাবেশ'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মানব সমাবেশ চলছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম এর উদ্যোগে এ মানব সমাবেশ শুরু হয়।
এ সমাবেশের সভাপতিত্ব করছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সমস্য সেলিমা রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, মানব সমাবেশকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা হতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সরকার বিরোধী স্লোগানে মুখরিত প্রেস ক্লাবের আশপাশের সড়ক।
মানব সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে পল্টন মোড় থেকে হাইকোর্ট হয়ে শাহবাগ মুখী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।
এমএইচ/কেএফ/