‘সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'অন্যের সমর্থন দেখে বাধা না দিয়ে নিজেদের জনসমর্থন থাকলে তাদের নিয়ে রাস্তায় নামুন। তখন দেখা যাবে কার পক্ষে বেশি জনসমর্থন আছে ও জনসমর্থন থাকবে।'
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়।
আমির খসরু বলেন, 'বাধা দিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন দমন করা যায় না। জনবিচ্ছিন্ন বর্তমান সরকার ও আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল আছে কি না সেটা বিশ্বাস করাও কঠিন। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি, এরাও পারবে না। বাহান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ এর বড় প্রমাণ।'
তিনি বলেন, একটি ফ্যাসিস্ট সরকারের কাজই হচ্ছে মানুষকে ভয় ভীতি দেখানো। সেক্ষেত্রে বাধা-বিপত্তি অতিক্রম করে যে দেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামে তাকে বাধাগ্রস্ত করা সম্ভব নয়। এটা যত দ্রুত সরকার ও আওয়ামী লীগ বুঝতে পারবে তত দ্রুতই দেশ ও জাতির জন্য মঙ্গল হবে।
এসময় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
এসএন