পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল
সরকার গণপরিবহন বন্ধ করে দিয়ে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তারা। খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার ইতোমধ্যে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।’
শুক্রবার (২১ অক্টোবর ) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি ।
মির্জা ফখরুল বলেন, খুলনার পথে-পথে তারা আমাদের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, খুলনায় আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র যে বাসায় অবস্থান করছেন, সেইখানে পুলিশ তল্লাশি করেছে এবং ২৩ জন নেতা-কর্মীকে আটক করেছে।
মির্জা ফখরুল বলেন, আমারা কিছুক্ষণ আগে খবর নিয়েছি, খুলনায় সরকার নির্দেশ দিয়েছে পথে-পথে দেখা মাত্রা গ্রেপ্তার করতে।
গতাকাল আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাম দা, লাঠিসোঁটা নিয়ে শোডাউন করেছে। তারা সন্ত্রাস করার চেষ্টা করছে। এই সন্ত্রাস সৃষ্টির চেষ্টা নিন্দা জানাচ্ছি এবং একইসঙ্গে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।
খুলনায় বিএনপির সমাবেশে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। আসলে এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই আমাদেরকে সভা-সমাবেশ করতে দিতে চায় না।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার খুলনায় গণপরিবহন বন্ধ করে দিয়েছে বলেও দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, আমারা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, তারা রেলও বন্ধ করে দেবে। যদিও এখন পর্যন্ত সেটা করেনি।
এমএইচ/এমএমএ/