ময়মনসিংহে বিএনপির ৪২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। এ ঘটনায় বিএনপির ৪২৩ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার এসআই জহিরুল ইসলাম ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০০ জনকে আসামি করে মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে ফিরছিলেন। তারা স্টেশন চত্বর এলাকায় আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা করে। সড়কে জনগণের চলাচলে বিঘ্ন ঘটানো, পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা এবং ৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, পুলিশ ও দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাদের মৃত্যু, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার দুপুর ২টার দিকে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করে বিএনপি।
এসজি