চলছে বিএনপির ‘প্রতিবাদী’ মানববন্ধন
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। সেই ধারাবাহিকতায় এবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেয়।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান আল্লাহ আমান।
এরই মধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দিচ্ছেন।
মানববন্ধনের কারণে ওই এলাকায় যানবাহন চলাচলে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
এমএইচ/এসএন