নেতৃত্বহীন, আদর্শহীন বিএনপিতে মানুষের আস্থা নেই: প্রাণীসম্পদমন্ত্রী
নেতৃত্বহীন, আদর্শহীন বিএনপিতে মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রোজাউল করিম।
তিনি আরো বলেন, আর এই দেশটা আইনসঙ্গতভাবে চলবে। দেশের সর্বোচ্চ আইন সংবিধানে যেটা নেই সেই জাতীয় আবদার করলে সেটা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। অসাংবিধানিক কোনো কিছু দাবি করা আইনের শাসনের পরিপন্থী।
মঙ্গলবার (৪ জানুযারি) খুলনায় খুলনা শিপইয়ার্ড কর্তৃক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জন্য নবনির্মিত ইলিশ গবেষণা জাহাজ হস্তান্তর অনুষ্ঠান শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি সংবিধানসম্মত নয়। তাই এই দাবি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দেশে বিএনপি-জামায়াত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ইমেজ সংকটে পড়েছে। এখন যদি আবার সেই চেষ্টা কেউ করে এ দেশের মানুষই তাদের কঠোরভাবে মোকাবিলা করবে। বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। তিনি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও সমঝোতা করেননি। কাজেই অস্থিতিশীলতা সৃষ্টি করে আওয়ামী লীগ বা সরকারকে ভয়-ভীতি দেখিয়ে কোনো লাভ নেই।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে যেনতেন উপায়ে বিএনপির ক্ষমতায় আসার দুঃস্বপ্ন কখনো সফল হবে না। কারণ নেতৃত্বহীন, আদর্শহীন বিএনপিতে মানুষের আস্থা নেই।
এনএইচবি/এসআইএইচ