রাজনৈতিক সংলাপ আয়োজন করবে বিএনপি
ছবি: সংগৃহীত
সামগ্রিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করতে যাচ্ছে বিএনপি।
গত সোমবার (৩ জানুয়ারি) দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সভার বিষয়বস্তু তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, ‘সভায় নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির রাজনৈতিক দলগুলোর সংলাপ সম্পর্কে আলোচনা হয়। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলের সঙ্গে মত-বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।’
বিজ্ঞপ্তি বলা হয়- জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ কাছে দোয়া চাওয়া হয়।
সভায় সম্প্রতি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর আওতায় গত ২৯ ডিসেম্বর সিরাজগঞ্জ বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচী বানচালের উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীদের দফায় দফায় আক্রমণ, নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপরে অবৈধ অস্ত্র নিয়ে গুলি বর্ষণ, নেতা-কর্মীদের মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী সন্ত্রাসীদের ছবি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হবার পরও তাদের বিরুদ্ধে কোনও মামলা, গ্রেফতার না করে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করা হয়।
অবৈধ আওয়ামী সরকার ইতোপূর্বে হবিগঞ্জ, পটুয়াখালীসহ সারাদেশে একই কায়দায় নিজেরা হামলা করে বিএনপি এর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বেশ কিছু নেতাকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করা হয়। সভায় অবিলম্বে এ সব মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়।
এমএইচ/এসএ/এপি/