খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে তৈমুরকে অব্যাহতি
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি সংবাদ মাধ্যমে আসেনি।
তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন। বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
দল যেখানে নির্বাচনে যাচ্ছে না সেখানে দলীয় পদে বহাল থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নানা সমালোচনা চলছে। এই পরিপ্রেক্ষিতে তৈমুর আলমকে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে গত ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদ থেকেও তৈমুর আলমকে অব্যাহতি দেওয়া হয়।
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ঢাকাপ্রকাশকে জানান, ‘আপনার মতো আমিও শুনেছি উনাকে অব্যাহতি দিয়েছেন।
বিকাল ৪টার দিকে এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাপ্রকাশকে বলেন, ‘উনাকে দল থেকে নয়, মূলত দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এর আগে ২০১১ সালে তিনি মেয়র পদে বিএনপির প্রার্থী হলেও ভোট গ্রহণের আট ঘণ্টা আগে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এমএইচপি/এপি/