ইসলামি শিক্ষা গুরুত্বহীন করার চক্রান্ত চলছে: পীর চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার বঞ্চিত করার পরিণাম কখনো সুখকর হয় না।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে শহরের শহিদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। সিলেবাস থেকে সরকার কৌশলে ইসলামী শিক্ষা সংকোচননীতি গ্রহণ করেছে সরকার। ইসলামী শিক্ষাকে সিলেবাসে রাখা হলেও পাবলিক পরীক্ষা হবে না। এভাবে ইসলামী শিক্ষার গুরুত্ব ধ্বংস করে দিয়ে ছাত্র ও যুব সমাজকে ইসলামবিমুখ করার চক্রান্ত চলছে।’
অপরদিকে ডারউইনের নাস্তিক্যবাদী মতবাদ সিলেবাসে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সরকারের এহেন ইসলামবিরোধী যেকোনো সিদ্ধান্ত ঈমানদার জনতা মেনে নেবে না।
সংগঠনের জেলা সভাপতি প্রিন্সিমাল মাওলানা নূরুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম ও সৌদী কেন্দ্রীয় শাখার সভাপতি আল্লামা শায়খ মিজানুর রহমান।
এ ছাড়া, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
রাষ্ট্রে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে
সমাজ ও রাষ্ট্রে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘সমাজের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আলেমদের। আলেম সমাজ নেতৃত্ব থেকে পিছিয়ে থাকায় জালেমদের হাতে নেতৃত্ব চলে গেছে। এই উপলব্ধি আলেমদের করতে হবে। পারস্পারিক ভুল বুঝাবুঝি পরিহার করে সমাজ ও রাষ্ট্রে কিভাবে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে ভাবতে হবে।’
‘প্রচলিত সমাজ ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি আলেম সমাজের স্বক্রিয় অংশগ্রহন বেশি প্রয়োজন।’
রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডেমরার একটি মাদরাসা মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা শাখা আয়োজিত ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মুফতী বাছির উদ্দিন মাহমুদ, মুফতী আজহারুল ইসলাম আজমী, মুফতী সালমান সাকী। ডেমরা থানা আহ্বায়ক মুফতী মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের, মুফতী ইমরান হুসাইন প্রমুখ।
পীর চরমোনাই বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। মুসলিম উম্মাহ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এমতাবস্থায় নিজেদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে।
এমএমএ/